Pro Pakistan Slogan Row: ‘পাকিস্তানপন্থী স্লোগান দিলে গুলি করে মারা উচিত’, মন্তব্য কর্ণাটকের কংগ্রেসের মন্ত্রীর

সদ্য কর্ণাটকে বিধান সৌধের বাইরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার ভোটে কর্ণাটকে নবনির্বাচিত সদস্য কংগ্রেসের সৈয়দ নাসির হুসেনের বিজয় উদযাপন করার সময় সেখান থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়। এরপরই কন্নড় ভূমে বিজেপির তোপের মুখে পড়ে কংগ্রেস। বিজেপির দাবি, এই স্লোগান কংগ্রেসের থেকে এসেছিল। ঘটনার প্রাইভেট ফরেন্সিক রিপোর্ট পেশ করে বিজেপি এই ইস্যুতে সদ্য ঝড় তুলেছে। এরপর কংগ্রেসের কর্ণাটকের মন্ত্রী কে এন রাজান্না এই ইস্যুতে মুখ খোলেন। এবার রাজান্নার মন্তব্যে বিতর্ক তুঙ্গে।

এদিকে, কর্ণাটকে কংগ্রেস সরকারের মন্ত্রী কে এন রাজান্না সদ্য এই ইস্যুতে মুখ খুলেছেন। রাজান্না বলছেন, ‘কী হয়েছে এতে? কংগ্রেসের ভাবমূর্তি ভালোই আছে। আসলে, তা আরও ভালো হয়েছে। যদি কেউ স্লোগান দেন বা পাকিস্তানকে সমর্থন করেন, তাহলে তাঁকে গুলি করে মারা উচিত। এতে কোনও দোষ নেই। ’

পাকিস্তানপন্থী স্লোগান বিতর্ক কী?

উল্লেখ্য, শিয়রে লোকসভা ভোট। তার আগে কর্ণাটকে পাকিস্কানপন্থী স্লোগান ইস্যুতে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। ঘটনা গত ২৭ ফেব্রুয়ারির। সেদিন কর্ণাটকের বিধানসৌধের করিডরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়। জানা যাচ্ছে, রাজ্যসভায় কংগ্রেসের নেতা নাসির হুসেনের জয়ের পরই তাঁর জয়ের উদযাপনের সময় এই স্লোগান শোনা যায়। এই ঘটনার পরই বিজেপি, কর্ণাটকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগে। ঘটনা নিয়ে পদক্ষেপের দাবি করে বিজেপি। কন্নড় রাজনীতিতে এই ঘটনা বড় বিতর্কের ঝড় ডেকে আনে। বিজেপি দাবি করে, সমস্ত কন্নড়দের ও ভারতীয়দের কাছে এই ঘটনা একটি অপমান। এদিকে, ভোটের আগে, কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ কন্নড়ভূমের রাজনীতিতে বেশ প্রভাব ফেলে।

বিধানসৌধের করিডরে পাকিস্তানপন্থী স্লোগানের ঘটনায় তদন্তের নির্দেশ দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ঘটনা নিয়ে সরকারি ফরেন্সিক রিপোর্ট পেশের কথা বলেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। এদিকে, ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ঘটনা নিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে, বিজেপির দাবি, এই ঘটনার এফআইআর-এ কংগ্রেসের নেতা সইদ নাসির হুসেনের নামও থাকা উচিত। এছাড়াও বিজেপির দাবি, কংগ্রেসের যে সমস্ত নেতা-কর্মীরা দেশের বিরুদ্ধে কথা বলছেন, তাঁদের  বিরুদ্ধে ইউপিএর আওতায় মামলা হওয়া উচিত। এদিকে সেই বিতর্কের মাঝে কর্ণাটকের মন্ত্রীর মন্তব্য ঘিরে তুলকালাম কন্নড়ভূমের রাজনৈতিক আঙিনায়।