ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছে। ১২ মার্চ (মঙ্গলবার) সকালে  নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে জুয়েল মিয়া (৩৫) নামের ওই যুবক  আত্মহত্যা করে। সে উপজেলার সদর ইউনিয়নের ঈশ্বর বরুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজু মিয়ার ছেলে। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সে মানসিক ভারসাম্যহীন ছিলো। মঙ্গলবার  সকালে নিজ বাড়িতে একটি ঘরের মধ্যে  গলায় রশি দিয়ে  সে আত্মহত্যা করে।

ইউপি সদস্য শহিদুল ইসলাম আত্মহত্যার বিষয়টি  নিশ্চিত করেন।

এ বিষয়ে ভুরুঙ্গামারি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীণ হওয়ায় আত্মহত্যা করেছে।

তার ভাইও একটা পাগল আছে।  এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।