Mamata Banerjee: আফগানিস্তান ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়, বিস্ফোরক দাবি মমতার

আফগানিস্তান ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়। মঙ্গলবার হাবরায় তথাকথিত প্রশাসনিক সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, সীমান্তবর্তী হওয়া সত্বেও মায়ানমারের উদ্বাস্তুদের ক্ষেত্রে কেন কার্যকর হল না এই আইন?

এদিন মমতা বলেন, ‘বিজেপির কাজ হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া। মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন আফগানিস্তান কী করে এল? আফগানিস্তান তো ভারতের সীমান্তবর্তী নয়। তাহলে মায়ানমার কেন এল না? এটা তো ভারতের বর্ডার। যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হল না। সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে’।

আরও পড়ুন: নতুন প্রস্তাব দিয়ে ফোন ববির, ‘দোলাচলে’ ক্ষুব্ধ অর্জুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলে, ‘পাকিস্তানিদের মতো কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যারা বিশ্বাস করে গোটা কাশ্মীর ভারতের অংশ নয়। আমরা বিশ্বাস করি গোটা কাশ্মীর ভারতের। পাকিস্তান যে অংশ অবৈধভাবে দখল করে রেখে তা অবিলম্বে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানাই আমরা। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়? মুসলিম তোষণ করতে করতে আর কত নীচে নামবেন মমতা? ভোটে জিততে কি উনি দেশটা জেহাদিরে হাতে তুলে দিতে চান?’

আরও পড়ুন: ‘‌এটা শাসকের আইনের বদলে আইনের শাসন’‌, সিএএ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

তিনি আরও বলেন, ‘মায়ানমার থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে বলে আসলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে বলছেন মমতা। যে রোহিঙ্গাদের ভোট ব্যাঙ্ক বানাতে চান তিনি। যে রোহিঙ্গাদের মায়ানমার থেকে ডেকে এনে বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দিয়েছেন মমতার স্নেহধন্য শেখ শাহজাহান। এই মুখ্যমন্ত্রী গোটা দেশেন নিরাপত্তার জন্য বিপজ্জনক।’