৩৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে লেবু! কারণ জানেন তো

৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে লেবু! তামিলনাড়ুর ইরোড থেকে ৩৫ কিলোমিটার দূরে শিবগিরি গ্রামের একটি মন্দিরে নিলামে ওঠা একটি লেবু ৩৫ হাজার টাকায় কেনা হয়েছে। কী এমন ছিল ওই বহুমূল্যের লেবুতে!

দিন কয়েক আগেই আমেরিকার রিপোর্ট বলেছিল যে ভারতের বৃহস্পতি এখন তুঙ্গে। অর্থনৈতিক দিক থেকে ক্রমশ উদীয়মান ভারত। এবার তারই প্রমাণ মিলেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে, শুক্রবার, ৮ মার্চ রাতে পাঝাপুশিয়ান মন্দিরে মহাশিবরাত্রি উৎসবের সময় ভগবান শঙ্করকে এই লেবু দেওয়া হয়েছিল। লেবু ছাড়াও শিবকে দেওয়া ফলমূলও নিলামে তোলা হযয়েছিল এদিন। মন্দিরের আধিকারিকরা জানিয়েছেন, এটি মন্দিরের প্রাচীন ঐতিহ্য। এদিনের এই নিলামে অংশ নিয়েছিলেন ১৫ জন ভক্ত। নিলামের পর এই লেবুটি ৩৫ হাজার টাকায় কিনেছেন একজন।

আরও পড়ুন: (Bizarre News: গ্যাস-চাটু নেই, সিপিইউ-এর মাদারবোর্ডেই ‘মিনি আলু পরোটা’ বানালেন ব্যক্তি! তুমুল ভাইরাল ভিডিয়ো)

  • এই লেবু কেন বিশেষ ছিল

পাজাপুশিয়ান মন্দিরের পুরোহিত নিলাম করা লেবুটি ভগবান শিবের সামনে রেখেছিলেন। পরে ছোট পুজো করা হয়েছিল এই ফল দিয়ে। এরপর ভক্তদের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতা ভক্তের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল লেবুগুলো। আসলে এটা বিশ্বাস করা হয় যে, যে ভক্ত সর্বোচ্চ দর দেন এবং লেবু গ্রহণ করেন, তিনি ভগবান শিবের থেকে সম্পদ এবং উন্নত স্বাস্থ্যের আশীর্বাদ পেয়ে থাকেন। এর আগে ২০১৯ সালে, ভিলুপুরমের কাছে রত্নভেল মুরুগান মন্দিরে নয়টি লেবু ১.০৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল।

  • তিরুভান্নাল্লুরেও লেবুর নিলাম অনুষ্ঠিত হয়

তিরুভানাইনাল্লুর বালদান্দাদয়ুপানি মন্দিরে মুরুগানের বর্শার পেরেকে গেঁথে লেবু নিলাম করার একটি ঐতিহ্য রয়েছে। অনুষ্ঠানের প্রথম নয় দিনে প্রতিদিন একটি লেবু পেরেকে গেঁথে দেওয়া হয়। এর পর শেষ দিনে ওই লেবুগুলো নিয়ম অনুযায়ী নিলামে ওঠে। ২০১৬ সালে এই মন্দিরে প্রথম দিনের লেবুর দাম ছিল ৩৯ হাজার টাকা।

  • লেবুর দাম কমাতে তন্ত্র পুজো বেনারসে

২০২২ সালে লেবুর দাম কমাতে বারাণসীর দেবী মন্দিরে তন্ত্র পূজা করা হয়েছিল। ভগত সিং যুব ফ্রন্টের সভাপতি হরিশ মিশ্র স্থানীয় লোকজনের সঙ্গে এই পুজো করেছিলেন। পূজার জন্য সিগরা এলাকায় মা আদিশক্তির মন্দিরে লেবু দিয়ে তন্ত্র বিধান করা হয়েছিল। এই পূজার সময় একটি লেবু বিক্রি করা হয়েছিল মাত্র ১৫ টাকায়।