Seikh Sahjahan: খারিজ আগাম জামিনের আবেদন, CBI হাত থেকে EDর জিম্মায় চালান হয়ে যেতে পারে শাহজাহান

ED-র দায়ের করা আর্থিক তছরূপের মামলায় শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক শাহজাহানের আবেদন খারিজ করে দেন। এর ফলে সন্দেশখালির তৃণমূলের এই মাফিয়ার কাছে খোলা রইল শুধু সুপ্রিম কোর্টের দরজা।

ইডির ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। আদালতের নির্দেশে তাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে বাধ্যও হয়েছে তারা। শাহজাহান কোথায় এই নিয়ে যখন গোটা দেশজুড়ে তোলপাড় চলছিল তখনই গত ২৩ ফেব্রুয়ারি তার আগাম জামিনের আবেদন খারিজ করে বিশেষ ED আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শেখ শাহজাহান। 

আরও পড়ুন: ‘‌এটা শাসকের আইনের বদলে আইনের শাসন’‌, সিএএ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে ছিল সেই আবেদনের শুনানি। সেখানে জামিনের প্রবল বিরোধিতা করে ইডি। জানায়, শাহজাহান প্রবল প্রভাবশালী। তাকে রক্ষা করতে উঠেপড়ে লেগেছিল রাজ্য সরকার। এমনকী আদালতের নির্দেশের পরেও তাকে গ্রেফতার করেনি রাজ্য পুলিশ। তাছাড়া তার বিরুদ্ধে আর্থিক তছরূপের গুরুতর অভিযোগ রয়েছে। যার জাল বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তাকে আগাম জামিন মঞ্জুর করলে তদন্তে প্রভাব পড়বে। একথা শুনে বিচারপতি বসাক শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।

আরও পড়ুন: নতুন প্রস্তাব দিয়ে ফোন ববির, ‘দোলাচলে’ ক্ষুব্ধ অর্জুন

হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ায় শাহজাহানের কাছে এখন একমাত্র সুপ্রিম কোর্টের দরজা খোলা রইল। ইডির ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে সিবিআই হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। বৃহস্পতিবার ফের তাকে আদালতে পেশ করবেন তদন্তকারীরা। তার আগে হাইকোর্ট থেকে বড় ধাক্কা এল তার জন্য। কারণ সিবিআই হেফাজতের মেয়াদ ফুরালেই তাকে গ্রেফতার করতে পারে ইডি।