Tejas Aircraft crashed: রাজস্থানে ভেঙে পড়ল যুদ্ধবিমান তেজস, পাইলট এড়ালেন বড় বিপত্তি! তদন্তের নির্দেশ বায়ুসেনার

মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনায় মাঝ আকাশে ভেঙে পড়ল বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। মঙ্গলবারের এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের জয়সলমিরে। একটি অপারেশনাল ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, ঘটনার জেরে হতাহতের খবর নেই। সতর্কতার সঙ্গে বিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন পাইলট।

এদিকে, তেজসের এই দুর্ঘটনা ঘিরে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেনার নির্দেশে এই দুর্ঘটনার কারণ খুঁজতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে বলা হয়েছে, ‘ ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান আজ একটি অপারেশনাল ট্রেনিং সর্টির সময় জয়সলমিরে দুর্ঘটনার সম্মুখীন হয়।’ এরপর বলা হয়েছে,’ পাইলট নিরাপদে বেরিয়ে যান। দুর্ঘটনার কারণ জানতে একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবারের এই ঘটনা প্রশিক্ষণের সময় ঘটে যায়। এর আগে, খড়গপুরে ঘটেছিল এমনই একটি ভয়াবহ যুদ্ধবিমানের দুর্ঘটনা। সেবারও পাইলট তাঁর দক্ষতায় এড়িয়ে গিয়েছিলেন বিপত্তি।  

(বিস্তারিত আসতে চলেছে।)