Upper primary para-teachers interview: কবে ইন্টারভিউ হবে আপার প্রাথমিকের প্যারা-টিচারদের? জানাল SSC, অ্যাডমিটের কোনদিন?

উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য আগামী ২ এপ্রিল থেকে পার্সোনালিটি টেস্ট (ইন্টারভিউ) শুরু হচ্ছে। তবে সকল চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট হচ্ছে না। প্যারা-টিচারদের (পার্শ্ব-শিক্ষক) জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাঁদেরই পার্সোনালিটি টেস্ট শুরু হবে ২ এপ্রিল থেকে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের প্রধান অফিসে সেই পার্সোনালিটি টেস্ট হবে। সেজন্য ২৭ মার্চ থেকে প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.westbengalssc.com) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

বিষয়টি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আজ স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারিতে প্যারা-টিচারের জন্য সংরক্ষিত ১০ শতাংশ পদের জন্য ইন্টারভিউ শুরু করবে। ১,৫০০-এর বেশি যোগ্য প্যারা-টিচারের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামী ২ এপ্রিল থেকে। সেই সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করেছে। স্কুলস্তরে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করার দাবি জানাচ্ছি আমরা। ভোটের মুখে লক্ষাধিক শূন্যপদের মধ্যে সামান্য শূন্যপদ পূরণ করে আন্দোলন থমকে দেওয়া যাবে না। সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে।’

(বিস্তারিত পরে আসছে)