Watch: ট্রেনের সিট নিয়ে ধস্তাধস্তি! পুরুষের কলার টেনে ধরলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিয়ো

অধিকারের লড়াই! সম্পত্তির নয়, সিটে বসার অধিকার। রেগে গিয়ে সরাসরি পুরুষ সহযাত্রীর কলার ধরেই টান দিয়ে দিলেন মহিলা। তারপর! সে তো হুলুস্থুল কাণ্ড।

ড্রামা দেখিয়ে সিরিয়ালের সঙ্গে কম্পিটিশনে নেমেছে সোশ্যাল মিডিয়াও। একের পর অত্যাশ্চর্য ভাইরাল মুহূর্ত দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা ধরে বিনোদন যুগিয়েই চলেছে নেটিজেনদের। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যালে। তা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনারও।

  • ভাইরাল ভিডিয়োটিতে কী দেখা গিয়েছে

ভাইরাল ফুটেজে একজন পুরুষ ও দুই নারীর মধ্যে তর্কের মুহূর্ত বন্দি হয়েছে। চলছিল উদ্দাম তর্কাতর্কি। রাগের বসে একজন মহিলা সরাসরি পুরুষটির কলার চেপেও ধরেছিলেন। যা দেখে আশপাশের যাত্রীরা রীতিমত ঘাবড়ে যান। পরিস্থিতি যখন আরও খারাপের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল, তখন অন্য একজন মহিলা, সম্ভবত প্রথম মহিলার মেয়ে, ওই লড়াইয়ে সামিল হয়ে যান। ঝগড়া চলতে থাকে। যদিও শেষমেশ অন্যান্য যাত্রীরা কিছু সময় পরে তাঁদের ঝামেলা সামলাতে পেরেছিলেন।

  • কোথায় ঘটেছে এই অদ্ভূত ঘটনাটি

দেরাদুন-গোরখপুর ট্রেনে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে। এক্স-এ ভিডিয়োটি ঘর কে কালেশ বলে একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। বলা বাহুল্য, ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকে ইতিমধ্যেই ৫৮৪,০০০-এরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। অনেকেই ভিডিয়ো জুড়ে নিজেদের মতামত শেয়ার করে চলেছেন।

আরও পড়ুন: (NZ vs AUS: কামিন্সের জবাব নেই, দলের সাপোর্ট পেয়েই ভালো খেলল ক্যারি, অজিদের জয় নিয়ে অকপট অশ্বিন)

  • কী বলছেন নেটিজেনরা

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ট্রেনের সাধারণ কোচকে চেয়ার-সিটিং কোচে পরিণত করলে সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে।’ অন্য একজন ব্যবহারকারী মহিলার অনুপযুক্ত আচরণের উপর জোর দিয়ে প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন, ‘কারও এইভাবে কলার ধরে রাখা উচিত নয়’। তৃতীয় ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দেখুন কীভাবে ওই মহিলা তাঁর কলার ধরে রেখেছেন, এখন ওই ব্যক্তি যদি কিছু বলতে যান। তাহলেই তিনি খারাপ হয়ে যাবেন। মহিলার কাছ থেকে সামান্য প্রতিশোধও অপরাধ বলে বিবেচিত হবে।’ চতুর্থ ব্যবহারকারী আবার অভিজ্ঞের মতো দাবি করে বসেছেন, ‘মহিলারা এখন জানেন যে ভারতে আইন তাঁদের পক্ষেই আছে, সে তাঁরা যে কাজই করুন না কেন। এটি আইন মেনে চলা নারীদেরকে জন্য অত্যন্ত খারাপ একটা বিষয়।’