Ban of Doctors getting gift: ডাক্তারবাবুদের বেড়ানোর খরচ, নানা উপহার আর দিতে পারবে না ওষুধ কোম্পানি, কড়া নিয়ম আনল সরকার

বহুক্ষেত্রেই অভিযোগ ওঠে যে চিকিৎসকদের একাংশ ওষুধ কোম্পানির কথায় ওঠেন আর বসেন। তবে সেটা নিয়ে নানা সময়ে নানা কথা বলা হয়েছে। তবে এবার এনিয়ে নড়েচড়ে বসছে সরকার। মঙ্গলবার সরকারের তরফে একটা নির্দিষ্ট নিয়ম চালু করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনও কনফারেন্স বা ওয়ার্কশপে যদি চিকিৎসকরা বক্তা হিসাবে থাকেন কেবলমাত্র সেক্ষেত্রেই তাঁদের স্পনসর করতে পারবে ওষুধ কোম্পানি। না হলে চিকিৎসক ও তার পরিবারের স্পনসর করতে পারবে না ওষুধ কোম্পানিগুলি। 

The Uniform Code for pharmaceutical Marketing Practices( UCPMP) 2024 চালু হয়েছে। সেখানে বলা হয়েছে ডাক্তারদের উপহার দিতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। নির্দিষ্ট নিয়ম চালু হয়েছে এনিয়ে। 

আসলে নানা অভিযোগ ওঠে এই বিদেশ ভ্রমণ আর ওষুধ কোম্পানির বদান্য়তায় নানা সুবিধা পান চিকিৎসকরা। এমনকী ওষুধ কোম্পানি এই সব সুবিধা দেওয়ার বিনিময়ে চিকিৎসকরা তাদের কথামতো ওষুধগুলি লেখেন বলেও অভিযোগ। 

ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্ট ইউসিপিএমের কপি শেয়ার করেছেন। সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাতে এই নিয়মগুলি মেনে চলে সেটা বলা হয়েছে। এনিয়ে এথিকস কমিটি তৈরির ব্যাপারে বলা হয়েছে। কোথাও কোনও নিয়ম যাতে লঙ্ঘন না করা হয় সেটা দেখার জন্যও বলা হয়েছে। 

এদিকে এই নয়া নিয়মে বলা হয়েছে কোথাও কোনও নিয়মের লঙ্ঘন করা হলে সেই কোম্পানির সিইওকে তার দায়িত্ব নিতে হবে। এই ইউনিফর্ম কোড কঠোরভাবে মেনে চলার ব্যাপারে বলা হয়েছে। সেই সঙ্গেই বলা হয়েছে এনিয়ে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানিকে এনিয়ে মুচলেকা দিতে হবে তারা এই নিয়মের লঙ্ঘন করা হবে না। 

এদিকে ওষুধ কোম্পানির সঙ্গে চিকিৎসকদের একটা অশুভ আঁতাঁত আজকের নয়। দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে। একটা অশুভ আঁতাঁতের মাধ্য়মে তাদের মধ্য়ে লেনদেন হয়। অর্থাৎ চিকিৎসকদের ফ্রি স্যাম্পেল, বেড়ানোর সুবিধা, গিফট দেওয়ার বিনিময়ে চিকিৎসকরা অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশনে সেই ওষুধের নাম লেখেন। আর সেই গিফটের টাকাটাও কোম্পানি ওষুধের দাম বাড়িতে তুলে নেয় বলে অভিযোগ। তবে এবার সেক্ষেত্রে কিছুটা হলেও রেহাই পাবেন বাসিন্দারা। 

কিন্তু এই নিয়ম যাতে মেনে চলা হয় সেটা কে দেখবে তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে। আদৌ এই নিয়ম কতটা প্রযোজ্য হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।