Suvendu on Mukutmani: TMC নেতারা এলে মহিলাদের ঘরের ভিতরে রাখবেন,মুকুটমণিকে প্রশ্ন করবেন শাহজাহান কে হয়

রানাঘাটে লোকসভা নির্বাচনের প্রচারসভায় গিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে জনতাকে আবেদন জানালেন, তৃণমূল নেতারা ভোট প্রচারে এলে বাড়িতে ঢুকতে দেবেন না। মহিলাদের ঘরের ভিতরে রাখবেন।

আরও পড়ুন : ‘ওকে জেতানো আমার দায়িত্ব’, দিল্লির ধমকে সুর বদলে টিগ্গার পাশে বার্লা

শুভেন্দুবাবু বলেন, ‘সন্দেশখালি ভুলে গেলেন? ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে? মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয়? খুড়তুতো ভাই না চাচাতো ভাই? ভোটের প্রচারে তৃণমূলকে ঘরে ঢুকতে দেবেন না। পুরুষরা কথা বলবেন, মহিলাদের ঘরের ভিতরে রাখবেন। কেন বললাম, সন্দেশখালির মায়েরা কী বলেছেন? শুনেছেন তো? এবার রানাঘাটে আমার বিশেষ নজর থাকবে। মুকুটমণিকে আমরা বুঝিয়ে দেব, তুমি আমাদের সম্পদ নয়, দায় ছিলে’।

গত ৮ মার্চ কলকাতায় তৃণমূলের মিছিল শুরুর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন বিজেপির টিকিটে জয়ী বিধায়ক মুকুটমণি অধিকারী। ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের সভা শেষে প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা যায় রানাঘাট থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। মুকুটমণি তৃণমূলে যোগদান করতেই তাঁকে আক্রমণ শুরু করে বিজেপি। আর তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করতেই সম্মুখ সমরে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: কবে ইন্টারভিউ হবে আপার প্রাথমিকের প্যারা-টিচারদের? জানাল SSC, অ্যাডমিটের কোনদিন?

বিজেপির দাবি, ভোটের মুখে দলবদল করে বিশ্বাসঘাতকতা করেছেন মুকুটমণি। ওদিকে মুকুটমণির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এবার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটের আশায় ছিলেন তিনি। কিন্তু বিজেপি ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে টিকিট দেওয়ায় তৃণমূলে যোগদান করেন তিনি। তবে সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই মুকুটমণি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়েরের পর থেকেই বিজেপি নেতৃত্ব তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখা শুরু করে।