Celebratory Firing: বিয়ে বাড়িতে ফুর্তি করতে গিয়ে গুলি, সেই মৃত্যু ‘খুন’ নয়, জানাল সুপ্রিম কোর্ট

বিয়ে বাড়িতে আনন্দে অনেক সময় গুলি চালানো হয়। একাধিক জায়গায় এই ধরনের একটা প্রবণতা থাকে। বিহার, ইউপিতে এখনও এই ধরনের একটা প্রথা চলে আসছে। কিন্তু এই ভাবে গুলি চালানোর জেরে প্রাণহানির ঘটনাও অতীতে হয়েছে। এবার এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই আদালত জানিয়েছে এই ধরনের ঘটনার জেরে নানা বিপর্যয় নেমে আসতে পারে। এমনকী এই ঘটনায় মৃত্য়ু হয়েছে এমন নজিরও রয়েছে। তবে এবার তেমনি একটা মামলায় এক ব্যক্তিকে সরসারি খুনের অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে। কারণ তার সঙ্গে মৃতের কোনও শত্রুতার সম্পর্ক ছিল না। আনন্দে তিনি হয়তো গুলি চালিয়েছিলেন। কিন্তু সেই ঘটনায় মারা যান এক ব্যক্তি। কার্যত অনিচ্ছাকৃত এই খুন।

এদিকে এভাবে বিয়ে বাড়িতে আনন্দে গুলি চালিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি সেই খুনের মামলা খারিজ করার জন্য় আবেদন করেছিলেন। সেই মামলায় বিচারপতি বিক্রম নাথ ও এসসি শর্মা এই ঘটনায় ওই ব্যক্তিকে খুনের অভিযোগে অভিযুক্ত করা যায় না, কারণ এক্ষেত্রে তার খুনের কোনও অভিপ্রায় ছিল না। এক্ষেত্রে তার কোনও শত্রুতাও ছিল না।

সেই ঘটনায় ওই ব্যক্তিকে খুনের অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে। তাকে আইপিসি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করা থেকে রেহাই দেওয়া হয়েছে। তাকে ৩০৪ পার্ট ২ আইপিসি সেকশনে অভিযুক্ত করা হয়েছে। তবে তাকে আট বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।