Tata IPL 2024: Harry Brook pulls out of IPL; DC looking for a replacement get to know

নয়াদিল্লি: আইপিএল (Tata IPL 2024) থেকে নাম তুলে নিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন ইংল্যান্ডের এই তরুণ ব্যাটার। এবার নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁকে দলে নিয়েছিল ৪ কোটি টাকা অর্থের বিনিময়ে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন ইংল্যান্ড ব্যাটার। এখনও পর্যন্ত তাঁর পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করেনি দিল্লি ফ্র্যাঞ্চাইজি। 

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। সেই দলে প্রথমে ছিলেন ব্রুক। কিন্তু শেষ মুহূর্তে পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছিলেন সিরিজ থেকে। এবার আইপিএল থেকেও সরে দাঁড়ালেন ব্রুক। এর আগে জেসন রয় আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন। তিনি কেকেআরের সদস্য ছিলেন। যদিও নাইট শিবির রয়ের পরিবর্ত হিসেবে ফিল সল্টের নাম ঘোষণা করেছে। 

কিন্তু এভাবে ব্রুকের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত একেবারেই খুশি নয় ফ্র্যাঞ্চাইজি। দলের তরফ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা বলেন,  ”এক বার নিলামে নাম নথিভুক্ত করলে সেই ক্রিকেটারের উচিত নিজের দায়বদ্ধতাকে সম্মান করা। নাম তুলে নিয়ে অপেশাদারের মতো কাজ করছে ওরা। বোর্ডের উচিত বিষয়টা নিয়ে ভাবা।”

এদিকে, দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দিলেন ঋষভ পন্থ। প্রথম দিনের অনুশীলনের পর পন্থ বলছেন, ”আমার সঙ্গে যা কিছু ঘটেছে তারপর যে ফের ক্রিকেট খেলতে পারছি সেটাকে অলৌকিক কাণ্ড মনে হচ্ছে। আমার সমস্ত ভক্ত ও শুভান্যুধায়ীদের ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সদস্যদের কাছেও আমি কৃতজ্ঞ। সকলের ভালবাসা ও সমর্থন আমাকে মাঠে ফিরতে সাহায্য করেছে। দিল্লি ক্যাপিটালস ও আইপিএলের মতো একটা টুর্নামেন্টে ফিরতে পেরে উত্তেজিত। আমি বরাবরই আইপিএল উপভোগ করেছি। আমার দল ও সতীর্থরা যেভাবে পাশে থেকেছে, আমি কৃতজ্ঞ। ডিসি পরিবারে ফিরতে পেরে আর সমর্থকদের সামনে ফের খেলার সুযোগ পাব ভেবে ভীষণ আনন্দ হচ্ছে।”

দিল্লি ক্যাপিটালস মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্থ বলেছেন, ‘আমি রোমাঞ্চিত। একই সঙ্গে স্নায়ুর চাপেও ভুগছি। মনে হচ্ছে যেন, ফের অভিষেক হতে চলেছে আমার।” এখও পর্যন্ত নিশ্চিত নয় যে পন্থই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকবেন কি না আগামী আইপিএলে। সেক্ষেত্রে এমনটা হতে পারে যে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই ফের মাঠে নামল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

 

আরও দেখুন