IPL 2024 Anrich Nortje returns to bowling will he be ready for Delhi Capitals first game in IPL

নয়াদিল্লি: প্রায় ১৪ মাস মাঠের বাইরে কাটানোর পর ফেরার তোড়জোড় করছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএলে প্রত্যাবর্তন ঘটাবেন তিনি। তার মাঝেই আরও এক সুখবর দিল্লি ক্যাপিটালস শিবিরে। বোলিং শুরু করে দিলেন অনরিক নখিয়া (Anrich Nortje)। দক্ষিণ আফ্রিকার পেসার ফিট হয়ে উঠলে দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ের ধার আরও বাড়বে।

প্রায় ছয় মাস মাঠের বাইরে প্রোটিয়া পেসার। নখিয়া বোলিং শুরু করেছেন। আইপিএলের দ্বিতীয় দিন, ২৩ মার্চ মোহালির মহারাজা যাদবেন্দ্র সিংহ স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে কি খেলবেন দক্ষিণ আফ্রিকার ফাস্টবোলার?

গত বছরের ৯ সেপ্টেম্বর ব্লুমফন্টেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল নখিয়াকে। সেই ম্যাচে পাঁচ ওভার বোলিং করে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তাঁর মেরুদণ্ডে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছিল। সেই থেকে মাঠের বাইরে তিনি। অবশেষে ৮ মার্চ ওয়ারিয়র্সের জার্সিতে কেজেডএন ইনল্যান্ডের বিরুদ্ধে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচ খেললেন তিনি। তার আগে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে খেলতে পারেননি, এসএ টি-টোয়েন্টিতেও খেলতে পারেননি। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ক্রিকেটের প্রচারে দেখা গিয়েছিল নখিয়াকে। এবার মাঠে ফিরে ৪ ওভার বল করে ১২ রান দিলেন। ব্যাট হাতে করলেন ৪ রান। বল হাতে নখিয়ার ছন্দ দেখে উল্লসিত সতীর্থরা। আশায় বুক বাঁধছে দিল্লি ক্যাপিটালসও।

তবে নখিয়াকে দিয়ে টানা স্পেল করায়নি তাঁর দল। ম্যাচে দ্বিতীয়, ষষ্ঠ, নবম ও পনেরোতম ওভারে বল করেন তিনি। প্রতিপক্ষও ছিল দুর্বল। তবু তাঁকে আশ্বস্ত করছে কারণ, তাঁর ২৪ বলে একটিমাত্র বাউন্ডারি হয়েছে। রান উঠেছে মাত্র ৮ বলে।

ওয়ারিয়র্সের কোচ রবিন পিটারসন বলেছেন, ‘ও ভালই বল করছে। বলের গতিও ভাল ছিল। ও যেরকম দ্রুত গতিতে বল করে, সেরকমই দেখলাম। শরীর নিয়েও দেখলাম ও খুশি। এবার ওর লক্ষ্য পরপর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলা।’


তবে এরই মাঝে বাবা হতে চলেছেন নখিয়া। তাঁর স্ত্রী মাইকেলা নখিয়া সন্তানের জন্ম দেবেন। তাই ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচেও খেলতে পারবেন না নখিয়া। তিনি কি আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বোলিং আক্রমণে থাকবেন?

নখিয়ার অন্যতম অস্ত্র বলের গতি। নিয়মিতভাবে ঘণ্টায় দেড়শো কিলোমিটার বা তারও বেশি গতিতে বল করেন। আইপিএলের সর্বোচ্চ গতির দশ ডেলিভারির মধ্যে তিনটিই নখিয়ার। দিল্লি শিবিরও চাইবে নখিয়া তাঁর বলের গতি বজায় রাখুন।

তবে বারবার চোট-আঘাত ভুগিয়েছে নখিয়াকে। কখনও কাঁধের চোট, কখনও হাতের। তবে নভেম্বরে ৩১ সম্পূর্ণ করছেন নখিয়া। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে কি সম্পূর্ণ ছন্দে থাকা নখিয়াকে পাওয়া যাবে?


আরও পড়ুন: মনে হচ্ছে ফের অভিষেক হবে, দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে বলছেন পন্থ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 


আরও দেখুন