People Above 40 Need Glaucoma Test Due To These Reasons

কলকাতা: পরিবারে আগে কারও গ্লুকোমা হয়েছিল ? অথবা ঘন ঘন চোখে ব্যথা, হাই প্রেশার ও মাথা ব্যথায় ভোগেন ? তাহলে বয়স চল্লিশ পেরোলে অবশ্যই চোখের পরীক্ষা করানো জরুরি। কারণ সঠিক সময়ে চোখের পরীক্ষা না করালে এই সমস্যাগুলির জেরে চোখের দৃষ্টিও হারিয়ে যেতে পারে।

গ্লুকোমা আদতে কী ?

কেজিএমইউ-এর অপথ্য়ালমোলজি (চক্ষুরোগবিদ্যা) বিভাগের চিকিৎসক সিদ্ধার্থ আগরওয়াল সংবাদমাধ্যম আইএএনএ-কে জানান, গ্লুকোমা (glaucoma cause) চোখের মধ্যে তরল জমে হয়। এই তরল চোখের উপর চাপ সৃষ্টি করে। যার ফলে অপটিক নার্ভের উপর চাপ পড়ে। ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় সেই স্নায়ুগুলি। প্রসঙ্গত, অপটিক নার্ভের কাজ চোখে যা দেখছি তা মস্তিষ্কে পৌঁছে দেওয়া। এর পর মস্তিষ্কে সেই ছবিগুলির ইমেজ তৈরি হয়। যা থেকে দৃষ্টির অনুভূতি আসে। তাই এই অপটিক নার্ভ নষ্ট হয়ে গেলে দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যায়।

কাদের নিয়মিত চোখের পরীক্ষা করানো দরকার ?

চিকিৎসক আগরওয়াল জানাচ্ছেন, যাদের পরিবারে চোখের সমস্যার (Eye disease) ইতিহাস রয়েছে, তাদের বয়স চল্লিশ পেরোলে এই পরীক্ষা করানো বাঞ্ছনীয়। অন্যদিকে 

  • পরিবারে কারও ঘন ঘন চশমা বদলাতে হলে
  • আগে কারও গ্লুকোমা হয়ে থাকলে
  • চোখের গুরুতর সমস্যা থেকে থাকলেও গ্লুকোমা পরীক্ষা করাতে হবে।

গ্লুকোমার চিকিৎসার গুরত্বপূ্র্ণ দিক

কেজিএমইউ-এর অপথ্য়ালমোলজি (চক্ষুরোগবিদ্যা) বিভাগের আরেক চিকিৎসক এস কে ভাস্কর আইএএনএস-কে বলেন, চোখের মধ্যে এই জল জমার ঘটনাকে অ্যাকোয়াস হিউমর বলা হয়। নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে এই জলকে সম্পূর্ণ বার করা জরুরি। জল না বার করলে চোখের অভ্যন্তরীণ চাপ স্বাভাবিক হয় না।

গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে গ্লুকোমা

গত দশ বছরে অনেকটাই বেড়েছে চোখের এই বিপজ্জনক রোগ। চিকিৎসক এস কে ভাস্কর জানাচ্ছেন, অত্যাধিক স্টেরয়েড ব্যবহারের কারণেও চোখের নানা সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে গ্লুকোমা অন্যতম। বর্তমানে নিয়মিত চক্ষু পরীক্ষার প্রয়োজনীয়তা আরও বেশি বলেই জানালেন চিকিৎসক। এর বড় কারণ গত পাঁচ বছরে প্রায় ১০  শতাংশ বেড়ে গিয়েছে গ্লুকোমা। নিয়মিত পরীক্ষা (Glaucoma Test) করানোর জন্য অনেক রোগীর রোগ নির্দিষ্ট সময়ে ধরা পড়েছে। অনেকেই গ্লুকোমার (glaucoma signs) সঙ্গে ছানিকে গুলিয়ে ফেলেন। ফলে চিকিৎসা করাতে দেরি করেন। আদতে রোগ দুটি সম্পূর্ণ আলাদা। তাই নির্দিষ্ট সময় চিকিৎসা করানো জরুরি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র – আইএএনএস

আরও পড়ুন – Health Tips: পুরুষদের থেকেও থাইরয়েড পরীক্ষা বেশি জরুরি মহিলাদের, কেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন