Rare Record of Tejpal Singh: ২৬ বছরে মাত্র ১ দিন ছুটি নিয়েছেন অফিসে!যোগীগড়ের তেজপাল সিং গড়লেন বিরল রেকর্ড

সারা সপ্তাহে কাজের ক্লান্তি কাটাতে বহু কর্মীই তাকিয়ে থাকেন সাপ্তাহিক ছুটির দিকে। তবে উত্তর প্রদেশের বিজনৌরের তেজপাল সিং কিন্তু অফিসের সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে যান! শুনে অবাক লাগতেই পারে! গত ২৬ বছরে কেবলমাত্র অফিসে ১ দিন ছুটি নিয়েছেন তেজপাল সিং। উত্তর প্রদেশের বিজনৌরের বাসিন্দা তেজপালের এই ২৬ বছরে ১ দিন অফিসে ছুটি নেওয়ার ঘটনা গড়েছে বিরল রেকর্ড। তাঁর নাম এখন ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ড’-এর পাতায়।

সদ্য, কাজের সময় নিয়ে ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির এক মন্তব্যে বিস্তর চর্চা হয়েছে দেশ জুড়ে। সেই মন্তব্যে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার কথা বলেছিলেন দেশের তাবড় প্রযুক্তিবিদ নারায়ণ মূর্তি। এদিকে, এবার খবরে উত্তর প্রদেশের তেজপাল সিং। তাঁর ২৬ বছরের কর্মজীবনে তেজপাল মাত্র ১ দিন ছুটি নিয়েছিলেন। আর সেই ছুটি তিনি নিয়েছিলেন নিজের ভাইয়ের বিয়ের জন্য। কাজের প্রতি তেজপালের টান এমনই যে তিনি রবিবারেও অফিসে যান। বিজনৌরের চিনি কলে কর্মরত তেজপাল ১৯৯৫ সাল থেকে কাজ করছেন বলে জানান। আর তাঁর এই কীর্তি আপাতত ইন্টারনেটে ঝড় তুলেছে।

উল্লেখ্য়, সাপ্তাহিক ছুটির সঙ্গে বছরে নানান উৎসব মিলিয়ে প্রায় ৪৫ দিনের মতো ছুটি কর্মচারীদের জন্য থাকে ধার্য। তবে তেজপাল সিং সেক্ষেত্রে একটি বিরল ঘটনাকে সামনে রেখেছেন। আজ পর্যন্ত তিনি কেবলমাত্র ২৬ বছরে ১ দিন ছুটি নিয়েছেন। প্রশ্ন উঠতেই পারে যে, তেজপাল সিংয়ের অফিসে কি এতই চাপ যে, তাঁকে রবিবারেও অফিস পৌঁছতে হয়? উত্তর হল, তেজপাল নিজেই স্বেচ্ছায় অফিস যান রবিবার। তাঁর ওপর ছুটির দিনে অফিস যাওয়া নিয়ে কোনও চাপ দেওয়া হয় না বলেও জানানো হচ্ছে। তেজপাল বলছেন, কখনওই তিনি কোনও রেকর্ড গড়বেন, এমনটা ভেবে ছুটির দিনে অফিস যাননি। শুধু অফিসে ভালোলাগা থেকেই গিয়েছেন তিনি অফিসে।

তথ্য বলছে, ১৯৯৫ সালে কাজে যোগ দেওয়ার পর ২০২১ সাল পর্যন্ত সময়ের মধ্যে তেজপাল শুধুমাত্র ১ দিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন। দিনটি ছিল ২০০৩ সালের ১৮ জুন। সেদিন ছিল তেজপালের ভাইয়ের বিয়ে। তেজপালের ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যাবে, তেজপাল যৌথ পরিবারের সদস্য। তাঁর বাড়িতে রয়েছেন তাঁর দুই ছোট ভাইরা। এছাড়াও তেজপালের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তেজপালের সহকর্মীরা বলছেন, সারা জীবনই তেজপালকে তাঁরা সঠিক সময়ে অফিসে চলে আসতে দেখেছেন। আর নির্দিষ্ট সময়ে তিনি বাড়িতে যান। তেজপাল সিংয়ের ঘটনায় আপাতত বেশ চাঞ্চল্য নেটপাড়ায়।