নন্দীগ্রাম থেকে জলপাইগুড়ি, স্পেন থেকে কালীঘাট, বারবার আহত হয়েছেন মুখ্যমন্ত্রী

আজ, বৃহস্পতিবার রাতে হঠাৎ দুর্ঘটনার মুখে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেই খবর দেওয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত একটি ছবি। কপাল থেকে মুখ বরাবর রক্ত ঝরছে। মাথায় চোট পেয়েছেন বাড়ির আসবাবপত্রে। আজ বালিগঞ্জের কর্মসূচি সেরে বাড়িতে ফিরে ট্রেডমিলে হাঁটতে যান মুখ্যমন্ত্রী। তখনই পড়ে গিয়ে মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি ভর্তি আছেন এসএসকেএম হাসপাতালে। তবে একুশের নির্বাচন থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়কালে বারবার দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেগুলি কখনও আকাশপথে আবার কখনও সড়কপথে।

বিরোধী নেত্রী থাকাকালীন তাঁর উপর একাধিক হামলা হয়েছিল। সে কথা আজও তাঁকে নানা সভা–সমাবেশ থেকে বলতে শোনা যায়। মাথায় আঘাত পাওয়ার কথা শোনা যায়। কিন্তু ইদানিংকালে মুখ্যমন্ত্রী কখনও আঘাত পেয়েছেন কোমরে, কখনও মাথায়, কখনও আবার আঘাত পেয়েছেন পায়ে। তাও পিছু হটেননি। বরং সেরে উঠে আবার রাজনৈতিক কর্মসূচিতে ফিরে এসেছেন তিনি। বামফ্রন্ট সরকারের আমলে তাঁর উপর নির্মম হামলা নেমে এসেছিল। কিন্তু এখন নানা কারণে তিনি আঘাত পাচ্ছেন। যার সম্প্রতি উদাহরণ আজকের ঘটনা।

আরও পড়ুন:‌ ‘‌আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই’‌, লোকসভা নির্বাচনের প্রাক্কালে মেজাজি দিলীপ

এদিকে কদিন আগেই বর্ধমান থেকে কলকাতায় ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। প্রচন্ড গতিতে থাকা কনভয়ের মধ্যে ঢুকে পড়েছিল একটি গাড়ি। সেই বিপদ থেকে মুখ্যমন্ত্রীকে বাঁচাতে সজোরে ব্রেক কষেন তাঁর চালক। তাতেই মাথা গিয়ে লাগে গাড়ির সামনের বোর্ডে। চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজও করা হয়। তখন বিশ্রামেও থাকতে হয়েছিল তাঁকে। এবার ফের কপালে চোট পেলেন। আর তা নিয়ে উদ্বিগ্ন অনুরাগী থেকে রাজ্যবাসী। কারণ এখন দুয়ারে লোকসভা নির্বাচন। সেখানে জোরকদমে প্রচার করার কথা। সেটা কি পারবেন তৃণমূলনেত্রী?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রামে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পায়ে ব্যান্ডেজ নিয়ে তাঁকে প্রচার করতে দেখা গিয়েছিল। ওই পা দিয়েই হালকা করে ফুটবল মেরে বলেছিলেন, খেলা হবে। সে খেলা সত্যিই হয়েছিল। সম্প্রতি আবার জলপাইগুড়িতে তাঁর কপ্টার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে। তখন পাইলট জরুরি অবতরণ করেন। তখন তীব্র ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোমরে এবং পায়ে চোট পান। যার জন্য পঞ্চায়েত নির্বাচনে বাড়িতে থাকতে হয়েছিল তাঁকে। সেটা সারিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যান। স্পেন সফরে শিল্প সম্মেলনে যোগ দেওয়ার সময় আবার পায়ে চোট পান তিনি। তখনও বহুদিন বিশ্রামে থাকতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে।