Paytm crisis latest update: ১৫ মার্চের আগে মিলল স্বস্তির সংবাদ! থার্ড পার্টি UPI অ্যাপ হিসাবে ব্যবসা চালাতে পারবে Paytm

 দেশের শীর্ষ ব্যাঙ্কের নির্দেশে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর্থিক লেনদেন যখন ১৫ মার্চ থেকে নিষিদ্ধ হতে চলেছে, তখন পেটিএমের জন্য এল এক স্বস্তির খবর। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এবার পেটিএম পেল থার্ড পার্টি ইউপিআই অ্যাপের মান্যতা। বৃহস্পতিবার পেটিএমকে থার্ড পার্টি ইউপিআই অ্যাপ হিসাবে ব্যবসা চালানোর অনুমতি দিয়েছে এনপিসিআই।

১৫ মার্চ থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ব্যবসার দ্বার রুদ্ধ হচ্ছে। তবে আর তার আগে ১৪ মার্চ সুখবর পেল পেটিএম। পেটিএমের মূল সংস্থা ‘ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড’কে থার্ড পার্টি অ্যাপ হিসাবে পেটিএমকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করার মাধ্যম হিসাবে অনুমোদন দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। TPAP হিসাবে ইউপিআই পেমেন্টসের লাইসেন্স পেয়েছে পেটিএম। ফলে এবার ইউপিআই পরিষেবায় মাল্টি ব্যাঙ্ক মডেলের আওতায় TPAP বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার-এর আওতায় কর্মকাণ্ড চালাতে পারবে পেটিএম। এই লাইসেন্সের জন্য বহুদিন ধরে অপেক্ষা ছিল সংস্থার। এদিকে, ১৫ মার্চ সংস্থার ব্যাঙ্কিং ইউনিট বন্ধ হওয়ার আগে এই নয়া খবরে খানিকটা স্বস্তি ফিরল পেটিএম শিবিরে। 

( Tata Motors to build Plant: সিঙ্গুর এখন অতীত! টাটা মোটর্সের ৯ হাজার কোটির প্ল্যান্ট এবার দক্ষিণের রাজ্যে)

নতুন মডেলের অধীনে, পেটিএম এখন চারটি নতুন ব্যাঙ্ক – অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি, এসবিআই ও ইয়েস ব্যাঙ্কের মতোই অংশীদারিত্বে পেমেন্ট পরিষেবা প্রদান করবে। এরা তার পেমেন্ট সিস্টেম প্রোভাইডার হিসাবে কাজ করবে। এদিকে, পেটিএম অ্যাপ ব্যাবহারকারীরা বেশ কিছুটা উদ্বেগে ছিলেন সংস্থাকে ঘিরে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের জেরে। পেটিএম অ্যাপ ব্যবহারকারীরা ও ব্যবসায়ীরা যেকোনও ইউপিআই কোড স্ক্যান করে লেনজেন করতে পারবেন। বিনা বাধাতেই এই লেনদেন হবে। উল্লেখ্য, পেটিএমের মূল গোলমাল শুরু হয় তার ব্যাঙ্কিং ইউনিট ঘিরে। মূলত বিধি লঙ্ঘন ঘিরে বড়সড় অভিযোগ ছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে। এদিকে, পরিস্থিতি ঘিরে পেটিএমের অভ্যন্তরেও বেশ প্রভাব পড়ে। বিধি লঙ্ঘন ইস্য়ুতে পেটিএ পেমেন্টস ব্যাঙ্ককে নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক নিয়েছে কড়া পদক্ষেপ। সেখানে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজয়শেখর শর্মা। তারপর নয়া বোর্ড গঠনের কথাও বলে সংস্থা। এদিকে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে আরও কড়া হয় রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক সাফ জানায় ১৫ মার্চের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে লেনদেন হবে না। তারপরই এল পেটিএমের জন্য স্বস্তিরল খবর।