Arjun Singh joining BJP: আজ যাবেন দিল্লিতে, কালই বিজেপিতে যোগ দেবেন অর্জুন, টিকিট নিয়ে কি হল পাকা কথা?

শুক্রবারই বিজেপিতে ফিরছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। অর্জুন জানিয়েছেন, আজই দিল্লি যাবেন তিনি। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে হবে তাঁর যোগদান পর্ব। তবে বিজেপির সঙ্গে লোকসভা নির্বাচনের টিকিট নিয়ে কোনও চূড়ান্ত বোঝাপড়া হয়েছে কি না তা খোলসা করেননি অর্জুন। ওদিকে অর্জুন ফেরায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বিজেপির একাংশের মধ্যে।

আরও পড়ুন: শিশুকন্যার যৌনাঙ্গ স্পর্শকে কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতি, খুন ব্যক্তি

এদিন অর্জুন বলেন, ‘আমি আজ দিল্লি যাচ্ছি। কাল যোগদান করব? আশা করি বারাকপুরের মানুষের আরও ৫ বছর সেবা করার সুযোগ পাব’।

তবে কি বিজেপি তাঁকে টিকিট দিচ্ছে? এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি অর্জুন। তিনি বলেন, টিকিট দেওয়ার ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে। এব্যাপারে আমি কিছু বলতে পারব না। আমি আবার বিজেপিতে যোগদান করছি এটা বলতে পারি।

ওদিকে অর্জুনের দলে ফেরার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বারাকপুরের বিজেপি নেত্রী তথা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। সূত্রের খবর, জেলা বিজেপি থেকে অর্জুনের যোগদানের বিরোধিতা করে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির কথা স্বীকার করে ফাল্গুনী বলেন, ‘কেউ বারবার দল বদল করলে মানুষ সেটা ভালো ভাবে নেয় না। আমরা আদর্শের ওপরে দল করি। অর্জুন সিংকে মানুষ গ্রহণ করবে কি না সেটা ভবিষ্যৎ বলবে।’ সূত্রের খবর, এবার বারাকপুর থেকে ফাল্গুনী পাত্রর প্রার্থী হওয়ার জোরদার সম্ভাবনা ছিল। সেই মতো প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে অর্জুন দলে ফিরে তাঁর মুখের গ্রাস কেড়ে নিতে চলেছেন বলে মনে করছেন অনেকে। 

আরও পড়ুন: ওই চোর পরিবারের কাউকে BJP নেবে না, বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন শুভেন্দু

গত রবিবার ব্রিগেডে তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা হলে দেখা যায় তাতে নেই অর্জুন সিংয়ের নাম। এর পরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়।