Ranji Trophy Final Mumbai win by 169 runs against Vidarbha to lift Ranji Trophy for a record 42 times

মুম্বই: ফাইনাল যেরকম হওয়ার কথা, ঠিক সেরকমই হল। পাঁচদিনের ম্যাচে কখনও পাল্লা ঝুঁকে রইল মুম্বইয়ের দিকে, তো কখনও বিদর্ভের (Mumbai vs Vidarbha) দিকে। ম্যাচের শুরুর তিনদিন যদি মুম্বইয়ের হয়ে থাকে, তবে শেষ দুদিন রোমাঞ্চকর লড়াই চালাল বিদর্ভ। যে দল প্রথম ইনিংসে মাত্র ১০৫ তুলে শেষ হয়ে গিয়েছিল, সেই দলই যেন নিজেদের দ্বিতীয় তথা ম্য়াচের চতুর্থ ইনিংসে ৫৩৮ রান তাড়া করার স্পর্ধা দেখাচ্ছিল। তবে শেষরক্ষা হল না। ৩৬৮ রানে গুটিয়ে গেল বিদর্ভ। ১৬৯ রানে ম্যাচ জিতে নিল মুম্বই। সেই সঙ্গে ৪২তম রঞ্জি (Ranji Trophy) খেতাবও নিশ্চিত করে ফেলল ঘরোয়া ক্রিকেটের দৈত্যরা।

ফের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। ট্রফি উঠল অজিঙ্ক রাহানের হাতে। শেষ দিন ব্যাট হাতে প্রবল বিক্রম দেখিয়েও হার মানতে হল বিদর্ভের দুই ব্যাটার – অধিনায়ক অক্ষয় ওয়াদকর ও হর্ষ দুবেকে। অক্ষয় সেঞ্চুরি করলেন। হাফসেঞ্চুরি করলেন হর্ষ। তবু শেষরক্ষা হল না।

কোণঠাসা অবস্থা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে পাল্টা লড়াই করেছে বিদর্ভ। বুধবার, ম্যাচের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ছিল ২৪৮/৫। মুম্বইকে হারিয়ে অসাধ্য সাধন করতে হলে বৃহস্পতিবার, ম্যাচের শেষ দিন ২৯০ রান তুলতে হতো। শেষ দিন আরও ১২০ রান যোগ করে বিদর্ভ। ৩৬৮ রানে শেষ হয় তাদের লড়াই।

 

বুধবার ৫৬ রানে অপরাজিত ছিলেন অক্ষয়। ১১ রানে অপরাজিত ছিলেন হর্ষ। বৃহস্পতিবার সেঞ্চুরি করেন অক্ষয়। ১০২ রান করে তনুশ কোটিয়ানের বলে এলবিডব্লিউ হন তিনি। ৬৫ করে ফেরেন হর্ষ। তাঁরা ফিরতেই লড়াই থেকে হারিয়ে যায় বিদর্ভ। মাত্র ১৫ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় তারা। মুম্বই বোলারদের মধ্যে তনুশ দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন। ব্যাট হাতে সেঞ্চুরি ও জোড়া উইকেট নেওয়া মুশীর খান ম্যাচের সেরা হয়েছেন। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন ভারতীয় বংশোদ্ভূতদের রমরমা, সামনে এল চমকে ওঠার মতো তথ্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন