Dilip Ghosh on Mamata Banerjee: হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ভোটে জিততেই CAAর বিরোধিতা করছেন মমতা: দিলীপ

CAA-র বিরোধিতা করে হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ভোটে জেতার মতলবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপবাবুর দাবি, CAA-র সঙ্গে যে মুসলিমদের কোনও সম্পর্ক নেই সেটা তারা বুঝতে পেরেছেন।

বুধবার সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর ফাঁকা আওয়াজ আমরা অনেক শুনেছি। কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা করেছে তাতে কেউ বঞ্চিত হবেন না। যাদের কাছে নথি রয়েছে তারা অনলাইনে আপলোড করলেই নাগরিকত্বের কার্ড পেয়ে যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় CAAর বিরোধিতা করে হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ভোটে জিততে চেয়েছিলেন। সেটা আর হবে না। মুসলিমানরা বুধতে পেরেছেন CAA-র সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এই আইনে শুধুমাত্র উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন। এখনও বলে চলেছেন। এর জবাব মানুষের কাছে ওনাকে দিতে হবে। ওর পাতা ফাঁদে কেউ পা দেবে না।’

আরও পড়ুন: ‘ওকে জেতানো আমার দায়িত্ব’, দিল্লির ধমকে সুর বদলে টিগ্গার পাশে বার্লা

অভিষেকের সম্পত্তি অ্যাটাচ নিয়ে দিলীপবাবু বলেন, ‘খাওয়ার জন্য তো কাটমানি আছে, তোলাবাজি আছে, কয়লার টাকা আছে, গরুর টাকা আছে। সব টাকা তো ওই দিকেই যায়। এসব নাটকবাজি বন্ধ করুন। এত টাকা এল কোথা তেকে? গাছ লাগিয়েছেন যে শয়ে শয়ে কোটি টাকার মালিক হয়ে বসে আছেন? বাড়ি – গাড়ি এত ফুটানি কোথা থেকে চলছে? দোষী না হলে সব সম্পত্তি ফেরত পাবেন।’

আরও পড়ুন: কবে ইন্টারভিউ হবে আপার প্রাথমিকের প্যারা-টিচারদের? জানাল SSC, অ্যাডমিটের কোনদিন?

সোমবার সন্ধ্যায় গোটা দেশে কার্যকর হয়েছে CAA. CAA লাগু হতে চলেছে এই খবর প্রকাশ্যে আসতেই সেদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি CAAর তীব্র বিরোধিতা করেন। মমতার দাবি, CAAর অধীনে কেউ নাগরিকত্বের আবেদন করলেই তিনি অবৈধ নাগরিক হয়ে যাবেন। যার ফলে তিনি যাবতীয় অধিকার হারাবেন।