Mamata Banerjee injured: পড়ে গিয়ে কপাল ফেটে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের

হাঁটতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছে তাঁর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। SSKM হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন মমতা। এর পর তিনি বাড়ি চলে যান। সন্ধ্যায় ট্রেড মিল যন্ত্রে হাঁটছিলেন তিনি তখনই পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। ঘটনার সময় তাঁর পাশেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে পৌঁছয়।

তৃণমূলের অন্য একটি সূত্র থেকে দাবি করা হচ্ছে, সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করে ফেরার সময় রাসবিহারী মোড়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। এর ফলে মুখ্যমন্ত্রী কপালের সঙ্গে গাড়ির ড্যাশবোর্ডের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে কপাল ফেটে যায় মুখ্যমন্ত্রীর।

তৃণমূলের আরেকটি সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে পা পিছলে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল গিয়ে লাগে একটি আসবাবের কোনায়। তাতেই কপালে আঘাত পান মমতা। তাঁকে ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়, ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্যরা হাসপাতালে নিয়ে যান। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।