Rishabh Pant starts preparing for IPL 2024 Delhi Capitals share batting video

নয়াদিল্লি: ১৭তম আইপিএলের (IPL 2024) মরশুম শুরু হতে আর সপ্তাহখানেকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে মেগা টুর্নামেন্টের মহারণ। এ বারের আইপিএল দিয়েই বহু প্রতিক্ষার পর ঋষভ পন্থ (Rishabh Pant) ২২ গজে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে পন্থকে আইপিএল খেলার ছাড়পত্রও দিয়ে দেওয়া হয়েছে। তিনি এবার অনুশীলনেও নেমে পড়লেন।

গাড়ি দুর্ঘটনার পর বহুদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন পন্থ। গত বছরের আইপিএল, বিশ্বকাপ কিছুই খেলতে পারেননি পন্থ। তবে এ বারের আইপিএলে তাঁকে মাঠে নামতে দেখতে মুখিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। এরই মাঝে দিল্লির তরফে পন্থের ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে রাজধানীর ফ্র্যঞ্চাইজির তরফে লেখা হয়, ‘ব্যাটিংস্বর্গ.এমপি৪। ঋষভ পন্থ এখানে চলে এসেছেন এবং আপনারাও আসুন। লুপে এই ভিডিও দেখছি আমরা।’

 


দুর্ঘটনার জেরে জীবন ঝুঁকি থেকে মাত্র ১৩ মাসেই ২২ গজে প্রত্যাবর্তনের পন্থের সফরটা কিন্তু একেবারেই সহজ ছিল না। মোটামুটিভাবে তাঁর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের জন্য ১৮ মাস সময় লাগবে বলে মনে করা হলেও, পন্থ সেটিকে চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছিলেন। চ্যালেঞ্জের সুরেই ডাক্তারদের ১২ মাসে ফিট হয়ে দেখাবেন বলে জানিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার। সেই লড়াইয়ের কথাই বোর্ডের সাম্প্রতিক ‘মিরাক্যল ম্যান।’ নামক ওয়েব সিরিজ়ে শোনা গিয়েছে।

বোর্ডের পোস্ট করা ভিডিওতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের ডিরেক্টর ডক্টর দীনশ পার্ডিওয়ালা জানান, ‘এত গুরুতর চোট ছিল যে, এক পা ফেলাই ছিল ঝুঁকিপূর্ণ। প্রথম পদক্ষেপ ছিল অস্ত্রোপচারটা নিখুঁতভাবে করা। তারপর রিহ্যাব নিয়ে গুরুত্ব দেওয়া। ধীরে এগোতে চেয়েছিলাম। চাইনি ওর সেরে ওঠার পর্বে বিঘ্ন ঘটাতে। পরে অবশ্য পদ্ধতিতে গতি আনা হয়েছিল। সব মিলিয়ে ১৮ মাস সময় লাগবে মনে হয়েছিল। আমি সেটা যখন ওকে বলি, ও জানায় আমি আপনাকে ১২ মাসে সুস্থ হয়ে দেখাব।’ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: পিঠের চোটের জল্পনার মাঝেই ভাইরাল কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাচের ভিডিও 

আরও দেখুন