Mamata Banerjee Latest Update: প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরলেন মমতা, আরোগ্যবার্তা মোদী সহ অন্যান্য রাজনীতিবিদদের

কপালে গুরুতর আঘাত পেয়ে আহত হওয়ার পর এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, তিনি বাড়িতে আঘাত পান। একটি সূত্রের খবর যে তিনি বাড়িতে ট্রেডমিলে চলতে গিয়ে আহত হয়েছেন। এসএসকেএম-এ প্রাথমিক চিকিৎসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি নিয়ে আসা হয়। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় একাধিক রাজনীতিবিদ বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়। রাজ্য রাজনীতির অনেকেই দিদিকে দেখতে হাসপাতালে যান। মমতার আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী এক টুইটে মমতার আরোগ্য কামনা করে লেখেন, ‘আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’ উল্লেখ্য, সামনেই লোকসভা ভোট। তার আগে মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে আরোগ্য কামনায় মোদী করেছেন একটি টুইট।

দেশের প্রধানমন্ত্রী ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আহত মমতার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ এটা দেখে হতবাক। দিদির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন।’ রাজ্য রাজনীতিতে মমতার বিরুদ্ধে তিনি বহুবার কথা বলে থাকেন, কংগ্রেসের সেই দাপুটে নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী লেখেন,’ বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি।’ কংগ্রেসের শশী থারুর লেখেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের মসৃণ ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।’ এদিকে, এসএসকেএমকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেতে ছুটে যান মালা রায়। মুহূর্তে পৌঁছন ফিরহাদ হাকিম। এসএসকেএম-এ ছিলেন ইন্দ্রনীল সেনও। এদিকে, দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও মমতার আরোগ্য কামনায় বক্তব্য রাখেন। জানা গিয়েছে, তিনিন খবর পেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। তিনিও মমতার দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী যেমন মমতার দ্রুত আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন, তেমনই বহরমপুরে মমতার দলের তরফে ২০২৪ লোকসবা ভোটের প্রার্থা তথা প্রথিতযশা ক্রিকেটার ইউসুফ পাঠানও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইউসুফ পাঠান লেখেন, মমতা দিদির দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লাগছে। তাঁর দ্রুত পুনরুদ্ধারের কামনা করি। এদিকে, বাংলার বিরোধীপক্ষের নেতা তথা রাজ্য বিজেপির প্রধান সুকান্ত মজুমদারও মমতার আরোগ্য কামনা করেন। সুকান্ত মজুমদার বলেন, ‘কী কারণে হয়েছে তো জানি না, আমি ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। উনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী। ওঁর দ্রুত সুস্থতা কামনাই আমাদের এই মুহূর্তে একমাত্র বক্তব্য। ’

 

 

 

 

 

 

 

এদিকে