Seema Haider on CAA: ‘কথা রেখেছেন মোদীজি, রাধে রাধে…’ সিএএ নিয়ে খুব খুশি প্রেমের টানে ভারতে আসা পাক বধূ সীমা

দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হয়েছে। এনিয়ে দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই সিএএ নিয়ে ঠিক কী প্রতিক্রিয়া সীমা হায়দারের। সীমা হায়দার যিনি প্রেমের টানে সন্তানদের নিয়ে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন। ভারতের যুবক সচিন মীনাকে বিয়ে করেছেন তিনি। তবে শুধু যে সচিনের প্রেমে পড়েছেন এমনটা নয়, তিনি ভারতের প্রেমেও পড়ে গিয়েছেন। সিএএ নিয়ে তিনি ভিডিয়ো বার্তা দিয়েছেন।

সীমা জানিয়েছেন, আমাদের দেশে সরকার নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করেছে। আমরা খুব খুশি। আমি এজন্য ভারত সরকারকে অভিনন্দন জানাচ্ছি। মোদীজি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কথা তিনি রেখেছেন। আমি তাঁদের প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব। তাঁদেরকে ধন্য়বাদ জানাচ্ছি। একটি ভিডিয়ো বার্তার মাধ্য়মে তিনি একথা জানিয়েছেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি স্বামী সচিন ও চার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

তবে এই সিএএ লাগু হলেও সেই আইনের মাধ্য়মে সীমা নিজে অবশ্য় ব্যক্তিগতভাবে লাভবান কতটা হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তিনি ভারত সরকারকে এনিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই শুভ অনুষ্ঠানে আমি আমার দাদা অ্যাডভোকেট এপি সিংকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাগরিকত্ব সংক্রান্ত যে জটিলতা সেটা হয়তো কেটে যাবে। এদিকে সীমা নিজে একাধিকবার দাবি করেছেন যে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তিনি হিন্দু দেবদেবীর নামে মাঝেমধ্যে জয়ধ্বনিও দেন।

সীমা এই ভিডিয়ো বার্তাতে জানিয়েছেন, জয়শ্রীরাম, রাধে রাধে ও ভারত মাতা কী জয়!

এদিকে অ্য়াডভোকেট এপি সিংও জানিয়েছেন, এই সিএএর মাধ্য়মে অনেকেই উপকৃত হবেন। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যারা ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা অনেকটাই দূর হবে বলে তিনি মনে করেন।

এদিকে গত মাসে আবার সীমার প্রাক্তন পাকিস্তানি স্বামী গুলাম হায়দার তার সন্তানদের ফেরত চেয়েছেন। তিনি চান যে তার সন্তানরা পাকিস্তানে ফিরে আসুক। এনিয়ে তিনি ভারতের আইনজীবীর সঙ্গে যোগাযোগও করেছেন।