Debanshu Bhattacharya: তমলুকে নির্বাচনী প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু

তমলুক লোকসভা আসন থেকে এবার তৃণমূলের টিকিতে লড়তে চলেছেন দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার যতগুলি নির্বাচনী কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম চর্চিত কেন্দ্র হল তমলুক।  আর প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন এই যুব নেতা। তবে শুক্রবার তমলুকে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু। 

আরও পড়ুনঃ ‘হালকা উত্তেজনা হচ্ছে…’শুভেন্দুর গড়ে দেবাংশুকে ঠেলে দিল তৃণমূল, কী বলছেন প্রার্থী?

কেন এই বিক্ষোভ?

আজ শুক্রবার তমলুকের ময়না বিধানসভা কেন্দ্রে প্রচারের জন্য গিয়েছিলেন দেবাংশু। তার আগে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত ছিল ময়না এলাকা। সেখানকার জিনা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এছাড়া, তৃণমূল প্রার্থী দেবাংশুর পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে। এই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় রাত ১১ টা নাগাদ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে সেই সময়ের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এদিকে, আজ শুক্রবার সেখানে নির্বাচনী প্রচারে যান দেবাংশু। তখনই দলের কর্মীদের একাংশ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দেবাংশুকে ঘিরে নিজেদের অভাব অভিযোগের কথা জানান তৃণমূল কর্মীরা। দলীয় কার্যালয়ে ভাঙচুরের কথা জানানোর পাশাপাশি পোস্টার ছিঁড়ে দেওয়ার কথাও জানান।  এই সমস্ত বিষয়কে ঘিরেই প্রচারের সময় ময়নার বাকচা গ্রামের তৃণমূল কর্মীরা দেবাংশুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, কর্মীরা জানান, বিজেপির ভয়ে তারা বাড়ি ফিরে যেতে পারছেন না। 

কর্মীদের কাছ থেকে এমন অভিযোগ শুনে দেবাংশু বার বার গাড়ি থেকেই তাঁদের আশ্বস্ত করেন। তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে জানান, বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে। মানুষ তার বিচার করবে। পরে কর্মীরা আশ্বস্ত হলে আবার প্রচার অব্যাহত রাখেন দেবাংশু। 

উল্লেখ্য, ময়না বিধানসভা কেন্দ্রটি বিজেপি প্রভাবিত বলেই ধরা হয়। একুশের বিধানসভা নির্বাচনে এই আসন থেকেই বিজেপি জয়ী হয়েছে।ফলে সেখানে বিজেপির প্রভাব অনেকটাই বেশি। একুশের নির্বাচনের পর থেকেই এই এলাকায় বিভিন্ন সময়ে বিজেপি ও তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এনিয়ে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা  হলেও পালটা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে বিজেপি।