Dilip Ghosh on Mamata Banerjee: ‘ঘরে মুখ্যমন্ত্রী চোট পেলেন কী ভাবে’, তদন্ত চাইলেন দিলীপ ঘোষ

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল ফেটে রক্তপাতও হয়। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। মাথায় চারটে সেলাই হয়েছে। রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার খবর পেয়ে অনেকেই মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষও তাঁর সুস্থতা কামনা করেন। তবে একই সঙ্গে তিনি এই ঘটনার তদন্তও দাবি করেছেন।

শুক্রবার ইকো পার্কে প্রাতভ্রমণে বেরিয়ে তিনি বলেন, ‘অনেক ব্যাপার আছে। ওঁনার দ্রুত সুস্থতা কামনা করি। বহু লোক বহু প্রশ্ন করছেন। ঘরের মধ্যে উনি কী ভাবে চোট পেলেন তা তদন্ত করে দেখা উচিত। উনি এই রাজ্যের এক নম্বর ব্যক্তি।’

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটি স্ক্যান করানো হয়। তাতে জানতে পারে যায় মুখ্যমন্ত্রীর কনকাশন হয়েছে। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থীতিশীল। এসএসকেএম জানিয়েছে, সম্ভবত মাথা ঘুরে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন। কনকাশন হয়েছে, জানা গেল সিটি স্ক্যান রিপোর্টে, এখন কেমন আছেন মমতা?

বৃহস্পতিবার রাতে পিজি হাসপাতালের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী পিছন থেকে একটি ধাক্কা অনুভব করেন। তারপরই তিনি পড়ে যান।  কপালে ও নাকে গুরুতর চোট পান। কপাল থেকে তাঁর কপাল থেকে রক্তক্ষরণ হতে থাকে। পিজির নিউরোসার্জারি বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগের প্রধান  ও কার্ডিওলজি বিভাগের প্রধান মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করেন।

পরে সকালে মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, পিছন থেকে ধাক্কা দেওয়ার কোনও বিষয় নেই, তবে সে রকম একটি অনুভতি মুখ্যমন্ত্রী পেয়েছিলেন বলে তিনি জানান।

আরও পড়ুন। নন্দীগ্রাম থেকে জলপাইগুড়ি, স্পেন থেকে কালীঘাট, বারবার আহত হয়েছেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আঘাত পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের বর্তমান এবং প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। শুক্রবার একট সুস্থ হয়েই মমতা এক্স হ্যান্ডেলে প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন।

গত কয়েকদিন ধরে নানা মন্তব্য করে সংবাদ শিরোনামে রয়েছেন দিলীপ ঘোষ। কখনও মেদিনীপুরে প্রচারে গিয়ে বলছেন, ‘কানের নীচে দুটো থাপ্পর দিলে সাতদিন শুনতে পাবে না।’ আবার গতকালই বলেছেন,‘আমরা থেকে বড় গুন্ডা আর কেউ নেই।’

আরও পড়ুন। ‘পিছন থেকে ধাক্কা দেওয়ায় পড়ে যান মমতা’, চোট কপালে, নাকে! SSKM-র ডিরেক্টর আরও যা জানালেন