Iftar Timings 15 March Today: আজ ১৫ মার্চ বিকেলে কখন ইফতার? জেনে নিন আপনার শহরের সময়

সারা দিন রোজার শেষে ইফতার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এটাই চলে গোটা রমজান মাস জুড়ে। পবিত্র এই মাসে তাই প্রতিদিনের সেহরি এবং ইফতারের সময় জানাটা খুবই দরকারি। আজ আপনার শহরে কখন হবে ইফতার? বিকেলে গোট হবে রোজা ভাঙা? জেনে নিন এখনই। সেই অনুযায়ী, করে নিন দিনের বাকি কাজের পরিকল্পনা। 

১৫ মার্চ ইফতারের সময়

  • কলকাতা: বিকেল ৫ টা ৪৭ মিনিট।
  • মালদা: বিকেল ৫ টা ৪৭ মিনিট।
  • দার্জিলিং: বিকেল ৫ টে ৪৭ মিনিট।
  • শিলিগুড়ি: বিকেল ৫ টে ৪৬ মিনিট।
  • ইসলামপুর: বিকেল ৫ টে ৪৭ মিনিট।
  • বালুরঘাট: বিকেল ৫ টে ৪৫ মিনিট।
  • রায়গঞ্জ: বিকেল ৫ টে ৪৭ মিনিট।
  • বেলদা: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • খড়্গপুর: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • কাঁথি: বিকেল ৫ টা ৪৯ মিনিট।
  • বোলপুর: বিকেল ৫ টা ৪৯ মিনিট।
  • সিউড়ি: বিকেল ৫ টা ৫০ মিনিট।
  • বর্ধমান: বিকেল ৫ টা ৪৯ মিনিট।
  • আসানসোল: বিকেল ৫ টা ৫২ মিনিট।
  • দুর্গাপুর: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • কাটোয়া: বিকেল ৫ টে ৪৮ মিনিট।
  • কালনা: বিকেল ৫ টা ৪৭ মিনিট।
  • রানাঘাট: বিকেল ৫ টা ৪৬ মিনিট।
  • নদিয়া: বিকেল ৫ টা ৪৭ মিনিট।
  • বসিরহাট: বিকেল ৫ টা ৪৫ মিনিট।
  • বারাসত: বিকেল ৫ টা ৪৭ মিনিট।
  • ডায়মন্ড হারবার: বিকেল ৫ টে ৪৮ মিনিট।