IPL 2024 Exclusive photo of Belur Math in Kolkata Knight Riders team bus ahead of season opener against Sunrisers Hyderabad

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলে (IPL 2024) প্রায় দশ বছর ট্রফি-হীন। ২০১৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। তার পরের ৯ আইপিএলে সেরা প্রাপ্তি বলতে, ২০২২ সালে ফাইনালে ওঠা। সেবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার কি হবে? সাফল্যের সরনিতে ফিরতে পারবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)?

নাইট শিবির অন্তত চেষ্টায় খামতি রাখছে না। দলের মেন্টর করে ফিরিয়েছে দুবারের আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে। নেওয়া হয়েছে ২০১৪ সালের ফাইনালের নায়ক মণীশ পাণ্ডেকেও। সেই সঙ্গে টিমবাসে যোগ করা হয়েছে ঐতিহ্যবাহী বেলুড় মঠকে।

কীভাবে? এবারে টিমবাসের ভোল বদলে ফেলেছে কেকেআর। বাসের গায়ে যেমন রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, সূয়স শর্মার ছবি, অন্য দিকে রয়েছে বাংলার ও বাঙালির ঐতিহ্য বেলুড় মঠ। সেই সঙ্গে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও বিশ্ব বাংলা গেটের ছবিও। যা দেখে খুশি হয়েছেন ময়দানের ক্রিকেটপ্রেমীরা। ইডেন গার্ডেন্সের বাইরে কেকেআরের টিমবাস দেখতে ভিড় জমে গিয়েছিল। অনেকেই বাসের ছবি তুলছিলেন। বেলুড় মঠ ও ভিক্টোরিয়ার ছবি দেখে প্রশংসাও করতে শোনা গেল কয়েকজনকে।

কেকেআর শিবির এবার টুর্নামেন্ট শুরুর আগে সবরকমভাবেই প্রার্থনার মেজাজ তৈরি করেছে। শুক্রবার ইডেনে প্রথম প্র্যাক্টিসের আগে বাইশ গজে পুজো সারলেন ক্রিকেটারেরা। নারকেল ফাটিয়ে, স্টাম্পে গাঁদার মালা দিয়ে চলল পুজোপাঠ। 

 


তবে বৃষ্টি বাদ সাধল নাইটদের প্রথম দিনের প্র্যাক্টিসে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা বাজতেই শুরু হল বৃষ্টি। প্রথমে ফোঁটা ফোঁটা পড়ছিল। তা উপেক্ষা করেও নেটে ব্যাটিং করে চলছিলেন রিঙ্কু, মণীশ পাণ্ডেরা। তবে খানিক পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। নেটের পাততাড়ি গুটিয়ে ড্রেসিংরুমে ফিরতে হল নাইট ক্রিকেটারদের।                                            

আরও পড়ুন: IPL 2024 Exclusive: উইকেট পুজো করে, নারকেল ফাটিয়ে ইডেনে প্রস্তুতি শুরু কেকেআরের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন