Russia presidential election: রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হল ভারতে, পুতিনের জয় নিয়ে আশাবাদী একাংশ

আজ শুক্রবার থেকে রাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়েছে রাশিয়ায়। আগামী ১৭ মার্চ পর্যন্ত ৩ দিন ধরে চলবে এই নির্বাচন। এই উপলক্ষে রাশিয়াসহ বিশ্বজুড়ে ভোট দিচ্ছেন রুশ নাগরিকরা। বিশ্বের যেখানেই রুশ নাগরিক আছেন সেখানেই তারা ভোট দিচ্ছেন। আর এরজন্য ভারতের কেরলেও ভোট গ্রহণ হল। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রুশ নাগরিকরা। তিরুবনন্তপুরমে রুশ দূতাবাসে গিয়ে এদিন ভোট দেন নাগরিকরা। বিদেশের মাটিতে থেকেও দেশের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে খুশি রুশ নাগরিকরা। শুধু তাই নয়, নাগরিকদের একাংশ আশাবাদী এবারও পুতিনের জয় নিশ্চিত।

আরও পড়ুনঃ রাশিয়ার পরমাণু শক্তির আধুনিকীকরণ নিয়ে পুতিনের কণ্ঠে প্রচ্ছন্ন হুঙ্কার

একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতে বসবাসকারী রুশ নাগরিকরা রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে ভোট দিয়েছেন। রাশিয়ান ফেডারেশনের অনারারি কনস্যুলেটের তরফে এদিন ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। রাশিয়ার অনারারি কনসাল এবং তিরুবনন্তপুরমে রাশিয়ান হাউসের পরিচালক রাথেশ নায়ার বলেছেন, ভারতে থাকা রুশ নাগরিক যারা পর্যটক হিসেবে অথবা অন্যান্য কাজে এখানে এসেছেন, তাদের জন্য এখানে ভোটের ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বারের মতো রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সেখানে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। কেরলে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য তিনি রুশ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আমি এখানে থাকা রুশ নাগরিকদের ধন্যবাদ জানাই।’

অন্যদিকে, চেন্নাইয়ের সিনিয়র কনসাল জেনারেল সের্গেই আজুরভ বলেন, ‘আমরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগাম ভোটের আয়োজন করছি। আমরা এখানে ভারতে বসবাসরত রাশিয়ান ফেডারেশনের নাগরিকদের জন্য একটি সুযোগ দিয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমরা রাশিয়ান হাউস এবং ভারতের কনস্যুলেট জেনারেলের কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, রাশিয়ায় এই প্রথম ৩ দিনের রাষ্ট্রপতি ভোটের ব্যবস্থা করা হয়েছে। বলা হচ্ছে, ভ্লাদিমির পুতিন এবারও জিততে পারেন। সেক্ষেত্রে তিনি জিতলে ২০৩০ সাল পর্যন্ত দেশ শাসন করবেন। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া, আরও ৪ জন প্রার্থী রয়েছেন প্রেসিডেন্টের দৌড়ে।