Ranji Trophy: Rohit Sharma congratulates “Mumbai ka Yoddha” Dhawal Kulkarni get to know

মুম্বই: বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন (Ranji Trophy Champion) হয়েছে মুম্বই। এই নিয়ে ৪২ তম বার। আর ম্য়াচ জিতিয়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধবল কূলকর্ণী (Dhawal Kulkarni)। বিদর্ভের শেষ উইকেটটিও নিয়েছিলেন এই ৩৫ বছরের পেসার। ২০০৭ সালে থেকে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। জাতীয় দলেও খেলেছেন। তাঁর বিদায়বেলায় এবার মুম্বই দলে ধবলের দীর্ঘদিনের সতীর্থ ও জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আবেগঘন পোস্ট করলেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় ধবলকে ‘মুম্বইয়ের যোদ্ধা’ বলেছেন হিটম্য়ান। 

নিজের সােশ্যাল মিডিয়ায় স্টোরিতে ধবলের একটি ছবি পােস্ট করেছেন রোহিত। সেখানে তিনি লিখেছেন, ”মুম্বইয়ের যোদ্ধা। দুর্দান্ত একটা কেরিয়ার। আগামীর শুভেচ্ছা রইল।” উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে ৯৫টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন। ২৮১ উইকেট ঝুলিতে পুরেছেন। এছাড়াও লিস্ট-এ ক্রিকেটে ১৩০ ম্যাচে নিয়েছেন ২২৩ উইকেট। টি-টোয়েন্টি ১৬২ ম্যাচে নিয়েছেন ১৫৪ উইকেট। জাতীয় দলেও খেলছেন ধবল। তিনি ১২টি ওয়ান ডে ম্য়াচে ১৯ উইকেট নিয়েছেন। এছাড়াও কুড়ির ফর্ম্য়াটে ২ ম্য়াচে ৩ উইকেট নিয়েছেন।

 

রঞ্জি ফাইনালে প্রথম ইনিংসে বিদর্ভের বিরুদ্ধে ১১ ওভারের স্পেলে মাত্র ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়ে নেন ধবল। প্রথমেই প্রতিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন এই ডানহাতি পেসার। 

রঞ্জি ফাইনাল জয়ের পর ধবল বলেছেন, ”যে কোনও ক্রিকেটারেরই স্বপ্ন থাকে কেরিয়ারে শুরু ও শেষটা দুর্দান্তভাবে করার। আমি ষষ্ঠ ফাইনাল খেললাম, পাঁচবার জিতলাম। তবে এই জয় স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও যোগ করেছিলেন, ”আমার হাতে বল তুলে দিয়ে দারুণ সৌজন্য দেখিয়েছে রাহানে। আমি ভাবতে পারিনি যে, ও আমার হাতে বল তুলে দেবে। আগের দুই ওভারে দুই উইকেট নেওয়ার পরেও যে তুষার আমাকে বল করতে দিয়েছে, তার জন্য ওকেও কুর্নিশ। ও আমাকে বলে, এতদিন ধরে আমাদের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছ, এই ওভারেও দাও।”

তাঁর হাতেই শেষ উইকেটটি নেওয়ার জন্য বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রাহানে। হতাশ করেননি ধবল। উমেশ যাদবকে বোল্ড করে মুম্বইকে রঞ্জি চ্যাম্পিয়ন করেন। ছ’বার ফাইনাল খেলে পঞ্চম রঞ্জি খেতাব জিতলেন ধবল।

আরও পড়ুন: মুম্বইয়ের ঐতিহাসিক রঞ্জি জয়, অনুশীলন শুরু পন্থের, এক নজরে খেলার সব খবর

আরও দেখুন