Seikh Sahjahan: ইডি হানায় বেরলো শাহজাহানের একের পর এক গাড়ি, বাজেয়াপ্ত করছেন গোয়েন্দারা

সম্পত্তির পর এবার শেখ শাহাজাহানের গাড়ি বাজেয়াপ্ত করার পথে ইডি। বৃহস্পতিবার সন্দেশখালিতে তল্লাশি চালানোর সময় শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ির খোঁজ পান ইডি আধিকারিকরা। সন্দেশখালির সরবেড়িয়া নতুন বাজারে একটি গোপন গ্যারাজ থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছেন তাঁরা।

বৃহস্পতিবার বিপুল বাহিনী নিয়ে সন্দেশখালিতে তল্লাশিতে যান ইডির আধিকারিকরা। সেখানে সরবেড়িয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোসলেম শেখের বাড়িতে যান তাঁরা। কিন্তু মোসলেম এদিন বাড়িতে পাননি তাঁরা। এর পর সরবেড়িয়া নতুন বাজারে একটি গোপন গ্যারাজের খোঁজ পান ইডি আধিকারিকরা। মোসলেম শেখের ওই গ্যারাজের দরজা ঢাকা দিয়ে চলছিল একটি আইসক্রিমের দোকান। দোকান সরিয়ে গ্যারাজের তালা খোলে ইডি। এর পর দেখা যায় গ্যারাজের ভিতরে রয়েছে ৪টি বিলাসবহুল SUV. তার মধ্যে অন্তত ২টি শাহজাহানের।

ইডি সূত্রের খবর, শাহজাহানের ২টি SUVর মধ্যে একটি মহেন্দ্র থর। সেটিকে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। অন্যটি গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়নি। সেটিকে কী করে বাজেয়াপ্ত করা যায় তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বলে রাখি, রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ইতিমধ্যে শাহজাহানের ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এদিন সরবেড়িয়ায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। ইডির অনুমান, শাহজাহানের কালো টাকা মাছ ব্যবসায় বিনিয়োগ হয়েছে।

ইডির তল্লাশিকে কেন্দ্র করে এদিন সরবেড়িয়া চত্বর কার্যত দুর্গে পরিণত করেছিল কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন হয়েছিল রণসজ্জায় সজ্জিত প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাদের সঙ্গে নিয়েই সরবেড়িয়ায় অলিতে গলিতে ছুটে বেড়ান ইডির আধিকারিকরা।