Sports Highlights: Know latest updates of teams players matches and other highlights on 16 March 2024

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ডব্লিউপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করল কলকাতা নাইট রাইডার্স। এক নজরে খেলার সব খবর।

ফাইনালে আরসিবি

তাঁর দখলে একাধিক বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে। এলিস পেরি (Ellyse Perry) প্রমাণ করে দিলেন কেন তাঁকে মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। ডব্লিউপিএলের (WPL 2024) এলিমিনেটরে ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ফাইনালে তুললেন অজ়ি তারকা। ব্যাট হাতে ৬৬ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন পেরি। তাঁর সুবাদেই হাড্ডাহাড্ডি ম্যাচে পাঁচ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল আরসিবি।

স্টক ক্লক নিয়ম

এতদিন পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলছিল। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে স্টপ ক্লক (Stop Clock Rule) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। দুবাইয়ে আজই আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের ভবিষ্যৎ গতিবিধি নির্ধারণের জন্যই এই বৈঠকসভার আয়োজন করা হয়েছিল।

কী এই স্টপ ক্লক নিয়ম? এই নিয়ম অনুযায়ী বোলিং করা দলকে এক ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ড অর্থাৎ এক মিনিটের মধ্যে পরের ওভার শুরু করতে হবে। মাঠেই এক ইলেকট্রনিক ঘড়িতে ৬০ থেকে শূন্য পর্যন্ত কাউন্টডাউন হবে। কিন্তু এই কাউন্টডাউন কখন থেকে শুরু হবে, সেটা নির্ধারণ করার দায়িত্ব থাকবে তৃতীয় আম্পায়ারের ওপর। যদি বোলিং দল ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভারের প্রথম বল করার জন্য তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম দুইবার আম্পায়ার সতর্কবার্তা দেবেন। কিন্তু তারপরও যদি একই ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে বোলিং দলকে প্রতিক্ষেত্রে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হবে।

অবশ্য সবক্ষেত্রে এই স্টপ ক্লক নিয়ম কার্যকর হবে না। কিছুক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে। কখন কখন এই স্টপ ক্লক নিয়মের ব্যতিক্রম ঘটবে? যদি দুই ওভারের মাঝে নতুন ব্যাটার ক্রিজে নামেন। অথবা সরকারিভাবে আম্পায়াররা ড্রিঙ্কস ব্রেকের ঘোষণা করলে। বা মাঠে আহত কোনও ক্রিকেটারের চোট পর্যবেক্ষণের জন্য আম্পায়াররা সম্মতি দিলে। এর পাশাপাশি বোলিং করা দলের নিয়ন্ত্রণের বাইরে কোনও কারণে অধিক সময় লাগলে এই স্টপ ক্লক নিয়মটি কার্যকর হবে না বলে আইসিসির তরফে জানানো হয়েছে।

উমরানের টেস্ট অভিষেক

ঘণ্টায় দেড়শো কিমি গতিতে বল করেন তিনি। জম্মু কাশ্মীরের ছেলেটি আইপিএলের মঞ্চ পেরিয়ে জাতীয় দলের গ্রহে ঢুকে পড়েছিলেন দু বছর আগেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে আবির্ভাব। এরপর ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক হয়েছিল উমরান মালিকের (Umra Malik)। আর এবার সব ঠিক থাকলে বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) চলতি বছরের শেষে টেস্টেও অভিষেক করতে চলেছেন তিনি। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী, পারথ, অ্যাডিলেড, মেলবোর্নের গতিময় পিচে ভারতের দ্রুততম গতির পেসারকে আক্রমণে এনে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে বিসিসিআই (BCCI)। উল্লেখ্য, এই মুহূর্তে আইপিএলে সানরাইজার্স হায়দরাদের জার্সিতে খেলেন উমরান। 

জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালে শেষ টি-টােয়েন্টি খেলেছেন। ওয়ান ডে-তে ১৩ ও টি-টোয়েন্টিতে ১১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। যদিও প্রচুর রান খরচ করার অভিযোগ উঠেছে উমরানের বিরুদ্ধে বারবার। তাই জাতীয় দলে এখনও সেভাবে ধারাবাহিক হয়ে উঠতে পারেননি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এই মরশুমে রঞ্জিতে পাঁচটি ম্য়াচ খেলেছেন এই পেসার। বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, ”ওর মধ্যে একটা বিরল প্রতিভা আছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে। আমাদের এখন টার্গেট হল ওকে দিয়ে টানা বল করানো।” ফাস্ট বোলারদের আলাদা করে চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এনগিডির বিকল্প

আইপিএল শুরু হওয়ার আগেই যে দলটি বেশি চর্চিত, সেটি হল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ঋষভ পন্থের চোট সারিয়ে ফিরে আসা। হ্যারি ব্রুকের সরে দাঁড়ানো। এবার চোট পেয়ে ছিটকে গেলেন লুঙ্গি এনগিডি। তাঁর পরিবর্তও যদিও খুঁজে নিল ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার জ্যাক ফ্র্যাশার ম্য়াকগ্রুককে দলে নিল দিল্লি ক্যাপিটালস। এদিনই দলের তরফে বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। নিলামের নাম তুলেছিলেন জ্যাক। বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু কোনও দলই নিলাম থেকে তাঁকে নেয়নি। অবশেষে ন্যূনতম মূল্যেই তাঁকে জ্যাককে দলে নিয়ে নিল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ”দিল্লি ক্যাপিটালস আইপিএলের আগামী মরশুমের জন্য জ্যাক ফ্র্যাশার ম্য়াকগ্রুকের নাম ঘোষণা করেছে লুঙ্গি এনগিডির পরিবর্ত হিসেবে। দক্ষিণ আফ্রিকার পেসার এনগিডি, যে আইপিএলে ১৪ ম্য়াচে ২৫ উইকেট নিয়েছেন, সে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। জ্যাক ফ্র্যাশার অস্ট্রেলিয়ার জার্সিতে ২টো ওয়ান ডে খেলেছেন। ন্যূনতম বেস প্রাইস ৫০ লক্ষ টাকা দিয়েই জ্যাককে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।”

ওয়েডের অবসর

আইপিএলের (IPL 2024) ঠিক আগেই অবসর ঘোষণা করলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) তারকা ক্রিকেটার। তবে সীমিত ওভারের ক্রিকেট থেকে নয়, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ও ব্যাটার ম্যাথু ওয়েড (Matthew Wade)। যার অর্থ, টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না তিনি। পারথে তাসমানিয়া বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ডের ফাইনালই হবে লাল বলের ক্রিকেটে ওয়েডের শেষ ম্যাচ। 

ফিরলেন রশিদ

প্রথমে ভারতের বিরুদ্ধে, তারপর শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি তিনি। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজেও খেলতে পারেননি। বিগ ব্যাশ লিগ ও এসএটোয়েন্টির মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলতে পারেননি তিনি। আইপিএল (IPL 2024) শুরুর আগে গুজরাত টাইটান্স (Gujarat Titans) শিবিরও রীতিমতো উদ্বেগে ছিল। দলের সেরা স্পিন বোলিং অস্ত্রকে টুর্নামেন্টে পাওয়া যাবে তো?

তবে আইপিএল শুরুর এক সপ্তাহ আগে গুজরাত টাইটান্স শিবিরে সুখবর। মাঠে নেমে পড়ছেন দলের সেরা স্পিনার। রশিদ খান (Rashid Khan)। পিঠের চোট ভোগাচ্ছিল তাঁকে। তবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তান দলে রাখা হল তাঁকে। শুধু রাখাই হয়নি, রশিদকেই দলের অধিনায়ক করেছে আফগানিস্তান। যা গুজরাত টাইটান্স শিবিরকেও ইতিবাচক করে তুলেছে।

নাইটদের অনুশীলন শুরু

দিন কয়েক আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে দেখা গিয়েছিল এই ছবি। দলে যোগ দিয়েই ড্রেসিংরুমে ছোটখাট মন্দির বানিয়ে ফেলেছেন হার্দিক পাণ্ড্য। প্র্যাক্টিস শুরু করার আগে ঠাকুরের ছবিতে মালা পরিয়ে, নারকেল ফাটিয়ে, প্রসাদ বিতরণ করে প্রার্থনা করেছিলেন হার্দিক, মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার, সাপোর্ট স্টাফেরা।

ইডেনে (Eden Gardens) শুক্রবার বিকেলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রস্তুতি শিবিরও শুরু হল ঈশ্বরনাম জপে। আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দিন সাতেক বাকি। দ্বিতীয় দিনই নেমে পড়ছে কেকেআর। প্রতিপক্ষ, সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ মার্চ সেই ম্যাচ নাইটরা খেলবেন ঘরের মাঠে। আগামী শনিবার। তার ঠিক সাতদিন আগে, শুক্রবার বিকেলে ঘরের মাঠে চূড়ান্ত মহড়া সারতে নেমে পরলেন রিঙ্কু সিংহ, নীতীশ রানা, বরুণ চক্রবর্তীরা।

প্র্যাক্টিস শুরু হওয়ার আগে কেকেআর ক্রিকেটারদের দেখা গেল ইডেন গার্ডেন্সের বাইশ গজের দিকে হাঁটা দিচ্ছেন। পিচের ওপর তখন স্টাম্প পোঁতা। উইকেটে পৌঁছেই স্টাম্পে মালা পরিয়ে দিলেন বেঙ্কটেশ আইয়ার। তারপর নারকেল ফাটালেন। কেকেআর ক্রিকেটারেরা সকলে মিলে সামিল হলেন সেই পুজোপাঠে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অনুভূতিটাই আলাদা, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে তর সইছে না হার্দিকের