Viral News: অবিবাহিতদের রাতে থাকতে হলে করতে হবে এই কাজ! ভাড়াবাড়িতে অতিথি এলে মানতে হবে অদ্ভূত নিয়ম

আপনিও যদি বিবাহিত না হন, তাহলেই কিন্তু চাপ। ভাড়ায় থাকার জায়গা তো খুঁজে পাবেনই না, উল্টে কোনও অতিথি কিংবা কাছের মানুষের বাড়িতে একটি রাতও কাটাতে পারবেন না। এমনই উদ্ভট নিয়ম চালু করে বসেছে নয়ডার এক সোস্যাইটি। খুব স্বাভাবিকভাবেই, এই ডিক্রি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।

  • নতুন নিয়মে কী কী বিধান দেওয়া রয়েছে?

নয়ডা সেক্টর ৯৯ এর অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন অফ সুপ্রিম টাওয়ার সোসাইটি একটি নোটিশ জারি করে বলেছে যে যদি কোনও অবিবাহিত অতিথি ভাড়াটেদের বাড়িতে আসেন এবং রাত্রিযাপন করতে চান তবে প্রথমে অ্যাসোসিয়েশন থেকে অনুমতি নিতে হবে।

অ্যাসোসিয়েশনের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যেখানের অনেকগুলি নতুন নিয়ম তৈরি করার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি নিয়ম হল, কোনো ব্যাচেলর গেস্ট কোন ভাড়াটে বাড়িতে এলে থাকার অনুমতি নেওয়ার নিয়মটি নাকি, সোস্যাইটির পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জন্য চালু করা হয়েছে।

  • বিজ্ঞপ্তিতে ঠিক কী কী বলা হয়েছে

বিজ্ঞপ্তি অনুসারে, অবিবাহিত অতিথিদের রাতে নিজেদের অ্যাপার্টমেন্টে থাকতে দিতে পারবেন না ভাড়াটেরা। যদি রাখতেই হয়, তাহলে তার জন্য AOA থেকে অনুমতি নিতে হবে। অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন বাসিন্দাদের কাছে নতুন নিয়ম পাঠানোর পরে বিষয়টি প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, ব্যাচেলরদের উপর নিষেধাজ্ঞা ছাড়াও, সোসাইটি বাসিন্দাদের সাধারণ এলাকায় সিগারেট ধূমপান করা থেকেও বিরত থাকার আদেশ করেছে। এমনকি সোস্যাইটির ভিতরে নির্ধারিত গতি অর্থাৎ ১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চালানোর মতো অনেক নিয়ম প্রণয়নের কথা বলা হয়েছে চিঠিতে।

খুব স্বাভাবিকভাবেই উদ্ভট এই নিয়ম পড়ার পরে বাসিন্দারা বেশ অবাকই হয়েছিলেন বলে জানা গিয়েছে। অনেকেই এই নোটিশের বিরোধিতা শুরু করেছেন। এদিকে, সোসাইটিতে বসবাসকারী বাসিন্দারা বিষয়টিকে গোপনীয়তার বা প্রাইভেসির উপর সরাসরি আক্রমণ বলে বিস্ফোরক মন্তব্য করেছেন।

যদিও এ প্রসঙ্গে সোসাইটির AOA বোর্ড বলেছে, এই নিয়ম এখনও আনা হয়নি, তবে এ বিষয়ে জনগণের মতামত চাওয়া হয়েছে। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা সর্বসম্মত হবে। কারও উপর কোন নিয়ম আরোপ করা হবে না। যদি কোনও বাসিন্দার কোনও আপত্তি থাকে, তাহলে তাঁদের কথা শুনেই নীতিটি কার্যকর করা হবে। জোর করে কোনো নিয়ম আরোপ করা হবে না। সর্বসম্মতিক্রমে তা বাস্তবায়ন করা হবে।