অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে নতুন মুখ লিসা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম নারী দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অভিজ্ঞ ব্যাটার শামীমা সুলতানা ও অলরাউন্ডার লতা মন্ডল তাদের জায়গা হারিয়েছেন। ১৫ জনের এই দলে তাদের স্থলাভিষিক্ত হয়েছেন ১৫ বছর বয়সী অফ স্পিনার নিশিতা আক্তার নিশি ও আনক্যাপড ফারজানা হক লিসা।

মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ডবাই তালিকায় ফারিহা ইসলাম তৃষ্ণা ও শরিফা খাতুনের সঙ্গে নাম লিখেছেন লতা। প্রত্যাশিতভাবে দলের নেতৃত্বে উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি ও অফস্পিনার নাহিদা আক্তার তার ডেপুটি।

এবারও জায়গা নিতে পারেননি অভিজ্ঞ দুই খেলোয়াড় সালমা খাতুন ও জাহানারা আলম। 

আগামী ২১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ২৪ ও ২৭ মার্চ। এই সিরিজ ২০২২-২৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

৫০ ওভারের সিরিজের পর তিনটি করে টি-টোয়েন্টিও খেলবে দুই দল। সব ম্যাচই হবে শেরে বাংলা জাতীথয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামীকাল রবিবার অস্ট্রেলিয়া দল ঢাকায় পা রাখবে।

ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।

স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, লতা মন্ডল।