কেইনের ইতিহাস

টটেনহ্যাম হটস্পার থেকে ৮ কোটি ২০ লাখ পাউন্ডে বায়ার্ন মিউনিখে পা রেখেছিলেন হ্যারি কেইন। প্রতিদানও দিচ্ছেন রেকর্ড ভেঙে। শনিবার বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন ইংলিশ স্ট্রাইকার। জার্মান শীর্ষ ফুটবলে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি গড়লেন কেইন।

টেবিলের সবার চেয়ে নিচে থাকা ডার্মস্টাটকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে আলোচিত হলেন কেইন।

রেকর্ড গড়া ৩১তম লিগ গোল করেছেন ইংল্যান্ডের স্ট্রাইকার। প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেক মৌসুমে ৩১টি গোল করলেন তিনি। ৬০ বছর আগে উয়ে সিলারের গড়া ৩০ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন কেইন।

এবার বায়ার্নের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের দিকে নজর দিতে পারেন কেইন। ২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানডোভস্কি ৪১ গোল করেছিলেন।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেইন ৩৭ গোল করেছেন, অ্যাসিস্ট ১১টি। তবে ৩০ বছর বয়সী স্ট্রাইকারের জন্য এই মৌসুমে শিরোপা জেতা প্রায় অসম্ভব। ২৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বেয়ার লেভারকুসেন। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট পেছনে বায়ার্ন।

মুসিয়ালার জোড়া গোলে এদিন বায়ার্ন জিতেছে বড় ব্যবধানে। কেইন রেকর্ড ভাঙলেও গোলপোস্টের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মাঠ ছাড়েন। অন্য দুটি গোল করেন সার্জি গিন্যাব্রি ও ম্যাথিস টেল।