IPL 2024 Punjab Kings unveils incredible new jersey at a grand event Shikhar Dhawan Arshdeep Singh

মোহালি: আইপিএলে (IPL 2024) সৌভাগ্যের খোঁজে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অধরা ট্রফি জয়ের লক্ষ্যে এবার জার্সি বদলে ফেলল প্রীতি জিন্টার দল।

সপ্তদশ আইপিএল শুরু হতে আর মাত্র দিন সাতেক বাকি। তার আগে শনিবার নিজেদের নতুন জার্সি উন্মোচন করল পাঞ্জাব কিংস। অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন ক্ষেত্রের নামীরা। কমেডিয়ান যশমিত সিংহ ভাটিয়া পারফর্ম করেন। পাঞ্জাবি অভিনেতা ও গায়ক জিপ্পি গ্রেওয়ালও পারফর্ম করেন। নতুন জার্সির উন্মোচন হয় টিম মালকিন প্রীতি জিন্টা ও অধিনায়ক শিখর ধবনের হাতে।

পাঞ্জাব কিংসের জার্সির রং থেকে শুরু করে নকশা, অনেক কিছুই বদলে ফেলা হয়েছে। প্লে আর-এর তৈরি জার্সি আন্তর্জাতিক মানের হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিয়েতনামে থেকে আনানো হয়েছিল জার্সির উপকরণ। জার্সির ওজন আগের চেয়েও ২০ শতাংশ কম। আগের জার্সির চেয়ে ৩০ শতাংশ বেশি স্ট্রেচেবল। ঘাম নিরোধী, দুর্গন্ধ নিরোধী, অ্যান্টি ব্যাক্টিরিয়াল, অতিবেগুনি রশ্মি প্রতিরোধকারী – এরকম অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি ব্যবহৃত হয়েছে জার্সিতে।

পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা বলেছেন, ‘আমাদের সমর্থকদের সামনে নতুন জার্সি উন্মোচন করতে পেরে দারুণ ভাল লাগছে। সমর্থকেরাই আমাদের দলের মেরুদণ্ড। জার্সির নতুন রংয়ে পাঞ্জাবের আবেগ ও ভালবাসা তুলে ধরা হয়েছে। ক্রিকেটারেরা মাঠে সমর্থকদেরই প্রতিনিধিত্ব করে। নতুন স্টেডিয়ামে ওরা দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে বলেই আমার বিশ্বাস।’

জার্সির নীচে কমলা রংয়ের ছোঁয়া। যা আগুনের প্রতিক হিসাবে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে সাফল্যের ছটফটানি বোঝাতেও ব্যবহৃত হয়েছে এই রঙ। কাঁধে রয়েছে ভারতের জাতীয় পতাকার ছোঁয়া। তেরঙা। দেশের সশস্ত্র বাহিনিকে সম্মান জানাতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন বলেন, ‘দলের আবেগ ও ক্রিকেটের প্রতি ভালবাসা অতুলনীয়। পাঞ্জাব কিংস শিবিরে যোগ দিয়ে দারুণ অনুভূতি। এই মরশুমের দলটি খুব ভাল হয়েছে। মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেব। নতুন জার্সি পরে আরও রোমাঞ্চ অনুভব করব বলেই বিশ্বাস।’                           

আরও পড়ুন: IPL 2024: ২৪ ঘণ্টা বিমানযাত্রা করে কলকাতা পৌঁছেও ইডেনে ছক্কার বৃষ্টি মাসল রাসেলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন