চৈত্রের শুরুতেই হানা দিল কালবৈশাখী, ঘণ্টায় ৭৫ কিমি বেগে উঠল ঝড়

চৈত্রের শুরুতেই রাজ্যের জেলায় জেলায় হানা দিল কালবৈশাখী। পূর্বাভাস মিলিয়ে শনিবার বেলা গড়াতেই রাজ্যের একাধিক জেলায় হানা দিল প্রবল ঝড় – বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড পুরুল্যা জেলার একাংশ। কয়েকটি এলাকা থেকে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: জঙ্গলমহলে কবে লোকসভা নির্বাচন?‌ ভোট নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন

শনিবার বেলা গড়াতেই পুরুল্যা লাগোয়া ছোট নাগপুরের মালভূমিতে সৃষ্টি হতে শুরু করে বজ্রগর্ভ মেঘ। তা থেকে পুরুল্যা জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ঝড় ও বৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টি হয়েছে পুরুল্যা শহরেও। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ – ৮০ কিলোমিটার। কোথাও কোথাও ২০ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আসানসোল সহ পশ্চিম বর্ধমান জেলার একাংশে।

পূর্বাভাস অনুসারে কিছুক্ষণের মধ্যে বাঁকুড়া জেলায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি হতে পারে দুর্গাপুর ও বীরভূমের একাংশেও। রাতের দিকে পূর্ব বর্ধমানের একাংশেও ঝড় – বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ‘নিখোঁজ’ সাজদা আহমেদ, সন্ধান দিলেই মিলবে ৫ লক্ষ টাকা, পোস্টার উলুবেড়িয়ায়

পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা বজায় থাকবে। লোকসভা নির্বাচন ঘোষণার পর কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন জায়গায় পণ্ড হতে পারে দিনান্তের ভোটপ্রচার। তবে নিয়মিত কালবৈশাখী হতে থাকলে চৈত্রেও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বাড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।