‘আমি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে সব কথা খুলে বলতে চাই’

জাতীয় আর্চারি দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আগেই। রোমান সানার এমন সিদ্ধান্ত নিয়ে কম আলোচনা হচ্ছে না। সংশ্লিষ্টরা নানান কথা বলে যাচ্ছেন। সবশেষ রোমানের মানসিক সমস্যার কথা সামনে এনেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল। তবে রোমান তা অস্বীকার করে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করে সমস্যাগুলো সরাসরি বলতে চাইছেন।

রোমানের অবসরের সিদ্ধান্তের চিঠি গৃহীত হয়েছে আর্চারি ফেডারেশনের নির্বাহী কমিটির সভাতে। তাকে ফেরানোর কথাও আলোচনা হয়েছে। তবে আজ ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘রোমানকে আমরা ফেরাতে চাই। বল এখন ওর কোর্টে। তবে আমার মনে হয় ওর মানসিক সমস্যা রয়েছে। আমি প্রমাণও দেখাতে পারবো। ওর চিকিৎসা দরকার।’

ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়য়েশনের (বিএসপিএ) ইফতার অনুষ্ঠানের আগে হ্যান্ডবল স্টেডিয়ামে স্ত্রী আর্চার দিয়া সিদ্দিকীকে পাশে রেখে রোমান পাল্টা বলেছেন, ‘আমার কোনও মানসিক সমস্যা নেই।  আমি সম্পূর্ণ সুস্থ আছি। তা না হলে আপনাদের সঙ্গে কথা বলছি কী করে? তবে আমি আগের জায়গায় অনড় আছি। সুযোগ সুবিধা না বাড়ালে জাতীয় দলে ফিরবো না।’

এরপরই এক প্রশ্নের জবাবে টোকিও অলিম্পিকে খেলা আর্চার বলেছেন, ‘আমি পুরো বিষয় নিয়ে ক্রীড়ামন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে চাই।  মিডিয়ার মাধ্যমে দেখেছি মন্ত্রী মহোদয় আমার সঙ্গে কথা বলবেন। তাই তার সঙ্গে দেখা করে ক্রীড়াবিদদের সমস্যার কথা খুলে বলতে চাই। আশা করি তিনি আমার সমস্যার কথা শুনবেন।’