রাশিয়ায় বিমান হামলা, স্কুল ও দোকানপাট বন্ধ

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে ব্যাপক বিমান হামলায় এ পর্যন্ত দুইজন নিহত হয়েছে। এর জেরে শহরের স্কুল ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (১৬ মার্চ) হামলার এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি কিয়েভ।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন হামলার এ ঘটনা ঘটল।নির্বাচনে জিতলে আরও ছয় বছর ক্ষমতায় থাকবেন পুতিন। শক্ত প্রতিপক্ষ না থাকায়,তার জয় নিয়ে কোনও সন্দেহ নাই।যদিও নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে বর্ণনা করেছেন তার সমালোচকরা।    

বেলগোরোদ শহরের গভর্নর ভ্যাচেসলাভ গ্লাদকভ বলেন,হামলায় গাড়ি পার্কিং এর সময় এক নারী নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

তিনি আরও বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

হামলার জেরে বেলগোরোদে রবি ও সোমবার দোকানপাট বন্ধ থাকবে। আর সোম ও মঙ্গলবার স্কুলগুলো বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন গভর্নর।

এদিকে, শনিবার মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সামারার গভর্নর জানিয়েছেন, তাদের দুইটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। অবশ্য এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হামলায় বেলগোরোদ ও কুরস্ক অঞ্চলে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ভাঙচুর, ব্যালট বক্সে আগুন আর ভোটকেন্দ্রের ভেতরে আতশবাজিরর ঘটনার মধ্যেই রাশিয়ায় ভোট গ্রহণ চলছে।