Darjeeling Paragliding: সাত বছর পরে দার্জিলিংয়ে ফিরছে প্যারাগ্লাইডিং, খরচ কেমন পড়বে? কবে থেকে শুরু?

পরীক্ষা শেষ। বাড়িতে শুধুই ছুটি ছুটি। পড়াশোনার চাপ কম। অনেকেরই মন এখন পাহাড় পাহাড় করছে। আর পাহাড় পাহাড় মানেই তো দার্জিলিং। তবে এবার পাহাড়ে গেলে বাড়তি আকর্ষণ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে দার্জিলিংয়ে ফের শুরু হতে শুরু করেছে প্যারাগ্লাইডিং।

তবে এর আগেও পাহাড়ে প্যারাগ্লাইডিংয়ের সুযোগ ছিল। মূলত পর্যটকদের আকর্ষণের অন্য়তম কেন্দ্রে ছিল এই প্যারাগ্লাইডিং। ২০১১ সালে শুরু হয়েছিল এই প্যারাগ্লাইডিং। তবে ২০১৭ সাল পর্যন্ত মোটামুটি চলেছিল। তারপর ২০১৭ সালের পর থেকে এই প্য়ারাগ্লাইডিং বন্ধ হয়ে যায়। মূলত সেই সময় মোর্চার আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল প্যারাগ্লাইডিং। এরপর ফের চালু হতে চলেছে প্যারাগ্লাইডিং। আর সেটা গরমের ছুটির আগে। মানে গরমের ছুটিতে যদি কেউ পাহাড়ে বেড়াতে যেতে চান তবে তাঁর কাছে এটা বাড়তি পাওনা।

পাহাড়ে অ্য়াডভেঞ্চার ট্যুরিজম নিয়ে নানা সময়ে নানা চর্চা হয়েছে। জিটিএ পাহাড়ে পর্যটনের বিকাশের ব্যাপারে নানা উদ্যোগ নিয়েছে অতীতে। তবে পর্যটকদের সুরক্ষার উপরেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। একমাত্র নথিভুক্ত অ্যাডভেঞ্চার কোম্পানিকেই এই প্যারাগ্লাইডিং পরিচালনার ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। দার্জিলিং ও কালিম্পংয়ে এই অ্য়াডভেঞ্চার পর্যটনের ব্যবস্থা করা হবে।

দার্জিলিংয়ে মূলত সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করা হবে। ১৫ থেকে ৩০ মিনিটের জন্য এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। তবে সবটাই নির্ভর করে আবহাওয়ার উপরে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত প্যারাগ্লাইডিং করার আদর্শ সময়। কারণ সেই সময় একেবারে ঝকঝকে দিন থাকে। কাঞ্চনজঙ্ঘাও দারুনভাবে দেখা যায়। আর সেই সময়ই প্য়ারাগ্লাইডিং করার মজাই আলাদা।

সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। ঝকঝকে পাহাড়। চারপাশে সবুজে সবুজ। তার মাঝেই প্য়ারাগ্লাইডিং। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। প্রায় সাত বছর পরে এই প্যারাগ্লাইডিং ফিরছে দার্জিলিংয়ে। কিন্তু এবার প্রশ্ন হল খরচ কেমন পড়বে?

কালিম্পংয়ের প্যারাগ্লাইডিংয়ের জন্য ১০-১৫ মিনিটের জন্য় খরচ পড়বে ৩০০০ টাকা করে। ভিডিওগ্রাফি ও ছবির জন্য় আরও ৫০০ টাকা করে খরচ পড়বে। ২০-৩০ মিনিটের জন্য প্যারাগ্লাইডিংয়ের জন্য খরচ পড়বে ৫৫০০ টাকা। তার মধ্য়ে ভিডিয়োগ্রাফি ও ফটোগ্রাফিও রয়েছে। একেবারে পাখির চোখে দার্জিলিং দর্শন। সেই সঙ্গে উপর থেকে নীচেটা কেমন দেখতে লাগে তার অভিজ্ঞতাও পাওয়া যাবে এই প্যারাগ্লাইডিংয়ের মাধ্য়মে।