Sajda Ahmed: ‘নিখোঁজ’ সাজদা আহমেদ, সন্ধান দিলেই মিলবে ৫ লক্ষ টাকা, পোস্টার উলুবেড়িয়ায়

শনিবার দলের বৈঠকের আগে উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সাজদা আহমেদের নামে পড়ল নিখোঁজ পোস্টার। শুধু তাই নয়, কিছু কিছু পোস্টারে দাবি করা হয়েছে তাঁর সন্ধান দিলেই ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। লোকসভার আগে উলুবেড়িয়ায় এমন পোস্টারকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই পোস্টার কাণ্ডে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।

আরও পড়ুনঃ: ‘ভোটে সন্দেশখালির ঘটনা কোনও ফ্যাক্টর হবে না’ দাবি বসিরহাটের TMC প্রার্থী নুরুলের 

জানা গিয়েছে, উলুবেড়িয়ায় নির্বাচনী প্রচার নিয়ে আজ শনিবার হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠক রয়েছে। সাজদা আহমেদের সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। তার আগে শুক্রবার বিভিন্ন অংশে সাজদার নামে পোস্টার দেখা যায়। পোস্টার লেখা রয়েছে, ‘নিখোঁজ সাজদা আহমেদ। সন্ধান দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার।’ যদিও কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি। তবে বিজেপির অভিযোগ, সাংসদ হওয়ার পর থেকে সাজদা আহমদকে এলাকায় দেখা যায়নি। স্থানীয় বিজেপি নেতৃত্ব সাজদা আহমেদকে ‘পরিযায়ী পাখি’ বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, মানুষ সাজদা আহমেদকে চায় না।

এই পোস্টার কাণ্ডে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের বক্তব্য, এটা বিজেপির কাজ। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, যে উলুবেড়িয়ায় এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। উলটে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপি চাপে রয়েছে সেই সেই হতাশা থেকেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম পোস্টার দিয়েছে বিজেপ। 

তৃণমূলের বক্তব্য, সাজদা আহমেদ সবসময় মানুষের পাশে থেকেছেন। সাজদা আহমেদ এই পোস্টারকাণ্ডে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এবারও সেখানে বিজেপিকে বিপুল ভোটে তিনি হারাবেন। 

বিজেপির অভিযোগ, তৃণমূলের কেউ কেউ অসন্তুষ্ট। ফলে তারা ওই কাজ করতে পারেন। এটা বিজেপির কাজ নয়। প্রসঙ্গত, জনগর্জন সভা থেকে প্রার্থী ঘোষণার পরেই অবশ্য উলুবেড়িয়া যাননি সাজদা আহমেদ। তবে তাঁর নামে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আজ শনিবারে বৈঠকের পরে এ নিয়ে জোর কদমে প্রচার করা হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।