Kolkata-Sikkim Flight Services: দেড় ঘণ্টায় কলকাতা থেকে সিকিম, মার্চেই চালু হচ্ছে বিমান, সময়সূচিটা জানুন, বিরাট সুযোগ!

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে চালু হচ্ছে কলকাতা ও দিল্লি থেকে সিকিমের সরাসরি উড়ান। সেক্ষেত্রে গরমকালে যারা সিকিম বেড়াতে যেতে চান তাঁদের আর শিলিগুড়িতে নামতে হবে না। সরাসরি কলকাতা থেকে ফ্লাইটে চলে যেতে পারবেন সিকিমে। ৩১শে মার্চ থেকে শুরু হচ্ছে এই ফ্লাইট পরিষেবা।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রায় মাস ছয়েক বন্ধ ছিল এই পরিষেবা। ফের এটি চালু হতে চলেছে। স্পাইস জেট দুটি বিমান চালাবে। একটা কলকাতা থেকে আর অপরটি দিল্লি থেকে। সিকিমের বিমানবন্দর পাকিয়াং পর্যন্ত চলবে এই বিমান। পিটিআইকে একথা জানিয়েছেন এয়ারপোর্ট ডিরেক্টর আরকে গ্রোভার।

কলকাতা থেকে পাকিয়াং পর্যন্ত রোজই এই বিমান চলবে। তবে দিল্লি থেকে পাকিয়াং পর্যন্ত সপ্তাহে পাঁচদিন এই বিমান চলবে। স্পাইসজেট ৭৮ আসনের এই বিমান চালাবে। বিগতদিনে এই রুটে বিমান চলত। কিন্তু সাময়িক কিছু সমস্যার জন্য় এই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ফের সেই দরজা খুলছে। আর সেটা একেবারে মার্চ মাসের শেষ থেকেই এই পরিষেবা চালু হবে।

এদিকে ২০১৮ সাল থেকেই এই রুটে বিমান চালানো শুরু করেছিল স্পাইস জেট। কিন্তু নানা কারণে সেই ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। দৃশ্য়মানতার কিছু সমস্যা থাকার জন্য় ওই রুটে বিমান চালানো যায়নি। তবে ফের সেই রুটে বিমান চালানো শুরু হচ্ছে।

সূত্রের খবর, সকাল ৮টা বেজে ৫ মিনিটে কলকাতা থেকে এই বিমান উড়বে। সেটা সিকিমের পাকিয়াং বিমানবন্দরে পৌঁছবে সকাল ৯টা বেজে ৩৫ মিনিটে। আবার বেলা সাড়ে ১০টার সময় সেটা সিকিমের পাকিয়াং বিমানবন্দর থেকে ছাড়বে। সেটা কলকাতায় পৌঁছবে দুপুর ১২টা বেজে ১০ মিনিটে।

আর দিল্লি থেকে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে বিমানটি ছাড়বে। সেটা সিকিম পৌঁছবে দুপুর ১২টা ৪০ মিনিটে। আর ফেরার ফ্লাইটটি দুপুর ১টা বেজে ১০ মিনিটে ছাড়বে। সেটা নিউদিল্লির বিমানবন্দরে পৌঁছবে বিকাল ৪টে বেজে ১০ মিনিটে।

এদিকে সময়সূচি অনুসারে এটা বোঝা যাচ্ছে যে কলকাতা থেকে দেড় ঘণ্টায় সিকিম যাওয়া যাবে। আগে কলকাতা থেকে সিকিম যাওয়ার জন্য় কেউ বিমানে যেতে চাইলে তাকে বাগডোগরায় নামতে হত। সেখান থেকে ফের গাড়িতে তাঁকে যেতে হত সিকিমে। তবে বর্তমানে মাত্র দেড় ঘণ্টায় সিকিমে চলে যাবে। ঝক্কি, সময় দুটোই কমবে। কোথাও কোনও সমস্যা থাকবে না।