WPL 2024 Final: watch out top 5 player of RCB and DC get to know in pics

তালিকায় থাকবেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন মেগ ল্য়ানিং। তিনি ৮ ম্য়াচে ৩০৮ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন।

এলিসা পেরি আরসিবির অন্য়তম সম্পদ। ব্যাটে-বলে নিজের দিনে একাই সেরা অজি তারকা। তিনি ৮ ম্য়াচে সর্বাধিক ৩১২ রান করেছেন এখনও পর্যন্ত। সেমিতেও আরসিবির জয়ের কারিগর ছিলেন পেরিই।

এলিসা পেরি আরসিবির অন্য়তম সম্পদ। ব্যাটে-বলে নিজের দিনে একাই সেরা অজি তারকা। তিনি ৮ ম্য়াচে সর্বাধিক ৩১২ রান করেছেন এখনও পর্যন্ত। সেমিতেও আরসিবির জয়ের কারিগর ছিলেন পেরিই।

দিল্লি ক্যাপিটালসের ওপেনিং স্লটে ল্য়ানিংয়ের সঙ্গে নামেন শেফালি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করাটাই পছন্দ করেন। দ্রুত রান তুলতে পারেন।

দিল্লি ক্যাপিটালসের ওপেনিং স্লটে ল্য়ানিংয়ের সঙ্গে নামেন শেফালি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করাটাই পছন্দ করেন। দ্রুত রান তুলতে পারেন।

আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা আছেন তালিকায়। ৯ ম্য়াচে ২৬৯ রান ঝুলিতে পুরেছেন ওপেনে নেমে। আজ বড় রান আসবে তাঁর ব্যাটে?

আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা আছেন তালিকায়। ৯ ম্য়াচে ২৬৯ রান ঝুলিতে পুরেছেন ওপেনে নেমে। আজ বড় রান আসবে তাঁর ব্যাটে?

দিল্লির বোলিং লাইন আপের অন্যতম ভরসা মারিজানা কাপ্প। ৬ ম্য়াচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে প্রবল দাবিদার।

দিল্লির বোলিং লাইন আপের অন্যতম ভরসা মারিজানা কাপ্প। ৬ ম্য়াচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে প্রবল দাবিদার।

রিচা ঘোষ তো থাকবেনই তালিকায়। আরসিবির প্রত্যেক ম্য়াচেই লোয়ার মিডল অর্ডারে হার্ড হিটিং করে ম্য়াচে দলকে ভরসা জুগিয়েছেন। দারুণ ছন্দে রয়েছেন বাংলার এই তরুণী।

রিচা ঘোষ তো থাকবেনই তালিকায়। আরসিবির প্রত্যেক ম্য়াচেই লোয়ার মিডল অর্ডারে হার্ড হিটিং করে ম্য়াচে দলকে ভরসা জুগিয়েছেন। দারুণ ছন্দে রয়েছেন বাংলার এই তরুণী।

বাংলার আরেক তরুণী তিতাস সাধু। নিঁখুত পেস ও স্যুইয়ে বাজিমাত করার ক্ষমতা রাখেন। তবে আজকের ম্য়াচে খেলবেন কি না নিশ্চিত নয়।

বাংলার আরেক তরুণী তিতাস সাধু। নিঁখুত পেস ও স্যুইয়ে বাজিমাত করার ক্ষমতা রাখেন। তবে আজকের ম্য়াচে খেলবেন কি না নিশ্চিত নয়।

সাব্বিনেনি মেঘানা রয়েছেন। তিনি স্মৃতির সঙ্গে ওপেনে নামের সাধারণত আরসিবির হয়ে। শুরুতে স্লো হলেও ক্রিজে সেট হলেন বড় ইনিংস খেলেন।

সাব্বিনেনি মেঘানা রয়েছেন। তিনি স্মৃতির সঙ্গে ওপেনে নামের সাধারণত আরসিবির হয়ে। শুরুতে স্লো হলেও ক্রিজে সেট হলেন বড় ইনিংস খেলেন।

দিল্লি ক্যাপিটালসের আরেক ধারাবাহিক ব্যাটার জেমিমা রডরিগেড। আগের ম্য়াচে অপরাজিত ৬৯ করেছিলেন।

দিল্লি ক্যাপিটালসের আরেক ধারাবাহিক ব্যাটার জেমিমা রডরিগেড। আগের ম্য়াচে অপরাজিত ৬৯ করেছিলেন।

আশা শোভানা এই মরশুমে আরসিবির আবিষ্কার। ৩৩ বছরের এই স্পিনার টুর্নামেন্টে প্রত্যেক দলের ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। আজ স্মৃতির প্রধান অস্ত্র হতে পারেন।

আশা শোভানা এই মরশুমে আরসিবির আবিষ্কার। ৩৩ বছরের এই স্পিনার টুর্নামেন্টে প্রত্যেক দলের ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। আজ স্মৃতির প্রধান অস্ত্র হতে পারেন।

Published at : 17 Mar 2024 01:55 PM (IST)

আরও জানুন খেলা

আরও দেখুন