‘Rohit Sharma said we need Virat Kohli at any cost for T20 World Cup’ get to know

মুম্বই: আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় দল খেলতে নামবে টুর্নামেন্টে। কিন্তু আইপিএল শুরুর আগেই একটি খবরে বেশ শোরগোল ফেলে দিয়েছে। তা হল বিরাট কোহলিকে ছাড়াই নাকি টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামতে হবে। নির্বাচকমণ্ডলী নাকি চান না যে কোহলি কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের সঙ্গে আর খেলুক। তবে এই খবর ছড়িয়ে যাওয়ার পর থেকেই অনেকেই তা গুজব বলে জানিয়েছেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি একধাপ এগিয়ে এমনও জানিয়েছেন যে রোহিত শর্মাই নাকি বিরাটকে যে কোনও প্রকারে দলে চান বিশ্বকাপের মঞ্চে।

নিজের ট্যুইটারে কীর্তি আজাদ জানিয়েছেন, ”জয় শাহ কেন মাথা ঘামাচ্ছেন? উনি তো নির্বাচক নন। এই দায়িত্বটা অজিত আগরকরকেই দেওয়া উচিত। অন্য নির্বাচকদের সঙ্গে আগরকর আলোচনা করুক। তাদের আগরকর বোঝাক, টি-টোয়েন্টি দলে কোহলিকে প্রয়োজন নেই!” 

কীর্তি আজাদ আরো বলেন, ”কোনও কর্তাসম ব্য়ক্তিকে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হওয়া উচিত নয়। আগরকরকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোহলিকে নিয়ে অন্য নির্বাচকদের রাজি করাতে। কিন্তু এটি কাউকে রাজি করাতে পারেননি নির্বাচকরা। এমনকী রোহিত শর্মাকেও যখন প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে, তখন রোহিতও জানিয়েছে যে বিরাটকে যে কোনও মুহূর্তে দলে চাই।” উল্লেখ্য, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন বিরাট।

 

আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিরাট আইপিএলে আরসিবির হয়ে খেলতে নামবেন। আগামী ২২ মার্চ প্রথম ম্য়াচে সামনে চেন্নাই সুপার কিংস। ছেলে অকায়ের জন্মের পর স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানকে নিয়ে রবিবারই ভারতে ফিরেছেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে খেলেননি কিং কোহলি। 

আরও দেখুন