সুষ্ঠু বিচার দাবিতে অবস্থান কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শোক র‍্যালি ও মানববন্ধন করছে বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীদের আরেক অংশ। এ সময় শিক্ষার্থীরা নিপীড়কের গদিতে, আগুন জ্বালো একসাথে, নিপীড়কের কালো হাত, ভেঙে দাও-গুড়িয়ে দাও, ক্যাম্পাসে ছাত্র মরে, প্রশাসন কী করে?, নিপীড়কের ঠিকানা, জগন্নাথে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় আইন বিভাগের ব্যানারে শোক র‍্যালি নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে জড় হন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সেখানে পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফাইরুজ সাদাফ অবন্তিকা বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মতো একজন ফাইটারের এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। এর পেছনে যারা রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: নাসিরুল ইসলাম

এ সময় আইন বিভাগের শিক্ষার্থী এনামুল হক বিজয় বলেন, ‘আজ মানববন্ধনে এই বার্তাই থাকবে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এমনকি কোথাওই যেন এমন যৌন হয়রানিমূলক ঘটনা না ঘটে। আমরা এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। শুধু গ্রেফতার করলেই চলবে না। যতদিন সুষ্ঠু বিচার না হয়, ততদিন পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে।’

অবন্তিকার মৃত্যুর পেছনে কারা জড়িতদের বিচার চান শিক্ষার্থীরা। ছবি: নাসিরুল ইসলাম

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলী আক্কাস বলেন, ‘অবন্তিকার মৃত্যুর পেছনে কারা জড়িত তা যথাযথ তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা বিভাগের পক্ষ থেকে শোক র‍্যালি করেছি। দেশে আইনশৃঙ্খলা বাহিনী যেন সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করে এটাই আমাদের দাবি।’

আরও পড়ুন…

অবন্তিকার ‘আত্মহত্যা’র ঘটনায় প্ররোচনার অভিযোগে মামলা

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা: সহকারী প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

অবন্তিকার আত্মহত্যায় অভিযুক্তদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিএমপি

জবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’: সহকারী প্রক্টর ও সহপাঠী আটক

প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে জবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জবি শিক্ষার্থীর আত্মহত্যা: সহকারী প্রক্টরকে অব্যাহতি ও সহপাঠীকে বহিষ্কার