Rakesh Singh on Firhad Hakim: বন্দর এলাকার বেআইনি নির্মাণ থেকে মোটা বখরা পান ফিরহাদ, বিস্ফোরক দাবি BJP নেতা

ঝগগার্ডেনরিচে নির্মিয়মান বহুতল ভেঙে ৮ জনের মৃত্যু নিয়ে শোরগোলের মধ্যেই বন্দর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, স্থানীয় বিধায়ক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মদতে ব্যাপক বেআইনি নির্মাণ চলছে বন্দর এলাকাজুড়ে। মোটা টাকায় সেখানে বিক্রি হয় সম্পত্তি। সেই টাকার ৫০ – ৬০ শতাংশ যার ফিরহাদের কাছে। তার পর সেই টাকা বিদেশে পাচার হয়ে যায়। গোটা ঘটনার কথা তিনি ED – CBIকে চিঠি দিয়ে জানিয়েছেন বলে দাবি রাকেশ সিংয়ের।

আরও পড়ুন: মশাগ্রামকে বর্ধমান কর্ডলাইনের সঙ্গে জোড়ার কাজ শেষ পথে, দ্রুত চালু হবে রেললাইন

রাকেশ সিং বলেন আমি ২ বছর আগে চিঠি দিয়ে ইডিকে সব জানিয়েছি। বন্দর এলাকায় স্থানীয় কাউন্সিলররাই বেআইনি নির্মাণ করাচ্ছেন। সেখানে বিপুল দাসে বিক্রি হচ্ছে সম্পত্তি। সেই টাকার একটা বড় অংশ যাচ্ছে ফিরহাদ হাকিমের কাছে। ফিরহাদ সেই টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন। আর এর ফল ভুগছেন সাধারণ গরিব মানুষ’।

তিনি বলেন, ‘২ ধরণের বেআইনি নির্মাণ আছে। কোনওটা ২ তলার ভিতের ওপর ৫ তলা বাড়ি। কোনওটার আবার অনুমতিই নেই। পুলিশের একাংশও এই কাজে যুক্ত। চেতলা থানার এক ওসি বেআইনি নির্মাণ থেকে কোটি কোটি টাকা রোজগার করেছেন। আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। এমনকী আমার ছেলে বিদেশে থাকে। তার বিরুদ্ধেও মামলা হয়েছে এখানে।’

আরও পড়ুন: সিএএ-তে পুরুষাঙ্গ পরীক্ষার নিদান তথাগতর, ‘নগ্ন প্রতিহিংসা…’, সরব তৃণমূল

রাকেশ সিংয়ের দাবি, গার্ডেনরিচ এলাকায় ১০০ শতাংশ বাড়ি বেআইনি নির্মাণ। এই বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলা উচিত। সঙ্গে গরিব মানুষের টাকা ফেরত দেওয়া উচিত।