Garden Reach Building Collapse: গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ৩ ইঞ্জিনিয়ারকে শো কজ করল কলকাতা পুরসভা

ভোটের মুখে কলকাতার গার্ডেনরিচে নির্মিয়মান বহুতল ভেঙে একের পর এক মৃত্যুতে ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ করল পুরসভা। তাঁদের গাফিলতিতেই ওই বেআইনি বহুতল তৈরি হচ্ছিল বলে দাবি করছে পুরসভা। ওদিকে বিরোধীদের দাবি, ভোটের মুখে নিজেদের মুখ বাঁচাতে ইঞ্জিনিয়ারদের শোকজ করেছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা।

আরও পড়ুন: ‘স্কোয়ার ফিট কাউন্সিলর’দের জন্য ভেঙেছে বহুতল, গার্ডেনরিচ নিয়ে দাবি সুকান্তর

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাদিত্য পাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত ঘোষ ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভম ভট্টাচার্যকে শোকজ করেছে কলকাতা পুরসভা। তাদের জবাব সন্তোষজনক না হলে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

সোমবার ঘটনার পর ১৫ নম্বর বরোয় ২০০ বেআইনি নির্মাণ রয়েছে বলে জানিয়েছে পুরসভা। তার মধ্যে ১৫২টি নির্মাণ ভাঙা হয়েছে বলেও দাবি তাদের। যে ভবনটি ভেঙে পড়েছে সেটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালে। দেড় কাঠার সামান্য বেশি জমির ওপর ৬ তলা ভবন তৈরি করা হচ্ছিল। যদিও অনুমতি ছিল মাত্র দোতলা ভবন তৈরি করার। ভবনে ৫০০ স্কোয়ার ফুটের ১৬টি ফ্ল্যাট তৈরি হচ্ছিল। সেখানে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের নির্মাণসামগ্রী। এমনকী প্রয়োজনের তুলনায় সরু লোহার রড দিয়ে করা হয়েছিল ঢালাই। ধৃত প্রোমোটার ওয়াসিম পুলিশকে জানিয়েছেন, সমস্ত ক্রেতাদের কাছ থেকে পুরো টাকা নেওয়া হয়ে গিয়েছিল। দ্রুত ফ্ল্যাটের দখল দিতে চাপ দিচ্ছিলেন ক্রেতারা। তার জেরেই নির্মাণকাজে জেনে বুঝে গাফিলতি করা হচ্ছিল।

আরও পড়ুন: সিএএ-তে পুরুষাঙ্গ পরীক্ষার নিদান তথাগতর, ‘নগ্ন প্রতিহিংসা…’, সরব তৃণমূল

বিরোধীদের দাবি, ভোটের মুখে কলকাতার বুকে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মুখ বাঁচাতে পুরসভার ইঞ্জিনিয়ারদের বলির পাঁঠা করছে তৃণমূল। মেয়রের বিধানসভা এলাকায় বাড়ি ভেঙে পড়ার কম্পন এত সহজে থামে কি না এবার সেটাই দেখার।