Virat Kohli gives first reaction after joining RCB camp ahead of IPL 2024 opener

বেঙ্গালুরু: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল মরশুম (IPL 2024)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। তার আগে আরসিবি শিবিরে যোগ দিয়ে অনুশীলনে নেমে পড়লেন দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।  

তিনি দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। ছেলের জন্মের সময় দেশের বাইরেও ছিলেন বলে খবর। তবে রবিবার রাতেই তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। সেখানে তিনি বেঙ্গালুরুর বিমানের জন্য অপেক্ষা করছিলেন। বিরাটের পরনে এক সাদা টি-শার্টে একটি বিরাট কার্টুন ক্যারেক্টার ছিল। সেখানে লেখা ‘ড্যাড’। সেই ছবি আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। এরপর সোমবারই কোহলি অনুশীলনেও নেমে পড়েন।

সদ্যই আরসিবির মহিলা দল ডব্লিউপিএল খেতাব জিতেছে। পুরুষ দল কি এবার অবশেষে খেতাবের অপেক্ষা শেষ করতে পারবে? সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে বেশ অনেকদিন পরে মাঠে নেমে শুরু থেকেই নিজের সেরাটা দেওয়া কোহলির কাছে খানিক চ্যালেঞ্জের হতে পারে বলেও মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কোহলি কিন্তু আরসিবি শিবিরে যোগ দিয়ে বেশ চনমনে।

তাঁকে আরসিবির পোস্ট করা এক ভিডিওতে বলতে শোনা যায়, ‘আবার ক্রিকেট খেলা শুরু করা,মাঠে ফেরাটা খুবই আনন্দদায়ক। আইপিএল মরশুম শুরুর আগে বেঙ্গালুরুতে ফিরেও বেশ ভাল লাগছে। এতদিনেও এই অনুভূতি, আবেগটা একই রয়েছে। আমি বিগত দুই মাস মিডিয়ার জাঁকজমক থেকে দূরে ছিলাম, সাধারণ জীবনযাপন করছিলাম। তবে আবার ফিরে বেশ ভালই লাগছে। আশা করছি সমর্থকরাও সকলে এই মরশুমের জন্য মুখিয়ে রয়েছেন।’

বিরাট কোহলি এদিন অনুশীলনে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং বাকিদের সঙ্গে যোগ দেন। ফাফের সঙ্গে বেশ খানিকবার কথা বলতেও দেখা যায় কোহলিকে। অনুশীলনে ক্যাচিং ড্রিলের পাশাপাশি কোহলি ফুটবলও খেলেন। আসন্ন বিশ্বকাপে কোহলির ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। সেই কারণে ব্যক্তিগতভাবেও কিন্তু কোহলির জন্য এই আইপিএল মরশুমটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: পেশির চোট সেরেছে, আইপিএলে মাঠে নামার ছাড়পত্র পেতে চলেছেন রাহুল 

আরও দেখুন