IPL 2024 Ravichandran Ashwin asks for help from Chennai Super Kings CSK know details

চেন্নাই: আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দিন চারেক বাকি। তার আগে বিপদে পড়েছেন আর অশ্বিন (R Ashwin)। এবং কাতর আর্জি জানাচ্ছেন চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে!

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অশ্বিন। যা দেখে হইচই পড়ে যায়। অশ্বিন জানান, তিনি বিপদে পড়েছেন। সিএসকে-র সাহায্য প্রার্থনা করেন সদ্য টেস্টে পাঁচশো উইকেট নেওয়া কিংবদন্তি। অনেকেই যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। রাজকোটে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন অশ্বিনের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। টেস্ট ম্যাচের মাঝেই বাড়ি ফিরতে হয়েছিল তামিলনাড়ুর তারকা অফস্পিনারকে। পরে জানা যায় যে, অশ্বিনের মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং সেই কারণেই চেন্নাইয়ে ফিরেছিলেন অশ্বিন। টেস্ট ম্যাচের মাঝেই।

সোমবার অশ্বিনের পোস্ট দেখে অনেকে ভাবতে শুরু করেন, তাহলে কি ফের অসুস্থ হয়ে পড়লেন অশ্বিনের মা? তাঁকে নিয়ে কি ফের কোনও উদ্বেগ তৈরি হল অশ্বিন পরিবারে?

তবে অশ্বিনের পোস্ট খুঁটিয়ে দেখে আশ্বস্ত হন ক্রিকেটপ্রেমীরা। কারণ, অশ্বিন বিপদে পড়েছেন টিকিটের চাহিদা সামলাতে না পেরে। শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচেই মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি ধুন্ধুমার। আইপিএলের দস্তুর হল, আগের বারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে পরের বার টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম ম্যাচ হয়। গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির সিএসকে। এবার তাই নিয়ম মেনেই প্রথম ম্যাচ চেন্নাইয়ে।

আর সেই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। সামলাতে পারছেন না তারকা ক্রিকেটারেরাও। অশ্বিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘চিপকে সিএসকে বনাম আরসিবি ম্যাচের জন্য অবাস্তব টিকিটের চাহিদা। আমার সন্তানেরা উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ দেখতে চায়। সিএসকে কর্তৃপক্ষ দয়া করে সাহায্য করুন।’

 

অশ্বিনের পরিবারও যে এখনও টিকিট পায়নি, তা জেনে তাজ্জব অনেকেই।   

আরও পড়ুন: রোহিতের পথেই হাঁটবেন ক্যাপ্টেন হার্দিক, দায়িত্ব নিয়েই বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন