IPL 2024 Set to have Smart Replay System for accurate and fast decisions claim reports

মুম্বই: আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2024) মহারণ। এই টুর্নামেন্ট শুরুর আগে নিয়মে খানিক বদল হতে চলেছে বলে খবর। দ্রুত সঠিক সিদ্ধান্তে আসার জন্য ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’-র (Smart Replay System) আগমন ঘটছে আসন্ন মরশুমের জন্য।

রিপোর্ট অনুযায়ী গোটা মাঠে আটটি দ্রুত গতির হক আই ক্যামেরা বসানো রয়েছে এবং সেগুলি নিয়ন্ত্রণের জন্য দুইজন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এই দুই ব্যক্তি টিভি আম্পায়ারের সঙ্গে একই ঘরে বসবেন এবং তিনি যাতে দ্রুত সিদ্ধান্তে উপনীত হতে পারেন, তার জন্য একাধিক ছবি দেখাবেন। এতদিন পর্যন্ত টিভি ব্রডকাস্ট ডিরেক্টর টিভি আম্পায়ার এবং হক আই নিয়ন্ত্রকদের মাঝে মধ্যস্থতার ভূমিকায় থাকতেন। কিন্তু এখন থেকে আর সেটার প্রয়োজন হবে না।

রিপোর্টে দাবি করা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য আম্পায়ার আগের থেকে অনেক বেশি ছবি, ভিন্ন ভিন্ন দিক থেকে দেখতে পারবেন। উদাহরণস্বপ বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার সময় একজন ফিল্ডারের পা এবং ঠিক যেই সময় তিনি ক্যাচটা ধরছেন, সেই মুহূর্তের পাশাপাশি ছবি আগে দেখা যেত না। কিন্তু স্পিল্ট স্ক্রিনে সেই ছবি এবার থেকে দেখা যাবে বলেই দাবি করা হচ্ছে। ঠিক একইরকমভাবে ওভার থ্রোয়ের ক্ষেত্রেও ফিল্ডার বল ছোড়ার সময় ব্যাটাররা ক্রস করছিলেন কি না, সেই ছবিও আম্পায়ার দেখে সিদ্ধান্ত নিতে পারবেন।

অতীতে ব্রডকাস্টাররা দুই ঘটনার ছবি বা ভিডিও একসঙ্গে কোলাজ করার অক্ষমতার জেরেই আম্পায়ার আগে ওই দুই ছবি একসঙ্গে একই সময়ে দেখতে পেতেন না। তবে সেই সমস্যা এবার দূর হতে চলেছে বলেই দাবি করা হচ্ছে। প্রযুক্তির এই উন্নতি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ারদের আদপে ঠিক কতটা কাজে দেয় এবং তাতে সঠিক সিদ্ধান্ত নিতে ঠিক কতটা সুবিধা হয়, সেটা এবার সময়ই বলবে। প্রসঙ্গত, ২২ মার্চ, শুক্রবার থেকে আইপিএলের ১৭তম সংস্করণ শুরু হবে। গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের মাধ্যমেই শুরু হবে এবারের টুর্নামেন্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অলরাউন্ডারদের ছড়াছড়ি, ফিটনেস উদ্বেগ সত্ত্বেও রাহুল, ডি ককই লখনউয়ের সাফল্যের চাবিকাঠি 

আরও দেখুন